West Bengal Weather Update: তপ্ত বাংলাকে স্বস্তি দিতে সোমবারেও কালবৈশাখীর পূর্বাভাস

বিবার দুপুর সন্ধ্যা মিলিয়ে মরশুমের প্রথম কালবৈশাখীর (West Bengal Weather Update) স্বাদ পেল বঙ্গবাসী। কোথাও দুপুরের পরেই বইল ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। কোথাও আবার সন্ধ্যার পরে কালবৈশাখীর দেখা মিলল।

ঝড় বৃষ্টি ( Photo Credit-File)

কলকাতা, ৫ এ্রপ্রিল: রবিবার দুপুর সন্ধ্যা মিলিয়ে মরশুমের প্রথম কালবৈশাখীর (West Bengal Weather Update) স্বাদ পেল বঙ্গবাসী। কোথাও দুপুরের পরেই বইল ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। কোথাও আবার সন্ধ্যার পরে কালবৈশাখীর দেখা মিলল। পূর্ব বর্ধমানে আবার ঝড় বৃষ্টির সঙ্গে উপরি পাওনা হিসেবে শিলাবৃষ্টিও হল। ফাল্গুনের শুরু থেকেই তীব্র গরমে নাজেহাল দশা। তায় টানা তাপপ্রবাহের জেরে দিনের বেলা বাড়ির বাইরে বেরনোটাই বিপত্তির হয়ে দাঁড়িয়েছিল। চাতক পাখির মতো বার বার আকাশে তাকিয়ে লাভ হয়নি। অবশেষে চৈত্রের বারবেলায় তিনি এলেন আর ঝড়ে উড়িয়ে নিয়ে গেলেন বঙ্গবাসীর অভিমান। তপ্ত মাটিতে বৃষ্টির ফোটা পড়তেই মন ভাল হয়ে গেল। তাই সোমবারের সকালে রোদ্দুরের তেজও তেমনভাবে গায়ে লাগছে না। আরও পড়ুন-WB Assembly Elections 2021: ‘২ মে’র পর উনি কন্ডোমের দোকান খুলবেন’, সায়নীকে বিঁধলেন অগ্নিমিত্রা

আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টি কিন্তু সোমবারও আসছে। আজ কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে তাপপ্রবাহে কোনও বিঘ্ন ঘটবে না। অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রোদ্দুরে ঝলকানিতে ফের চোখে সর্ষের ফুল দেখবেন। তবে গতরাতে বৃষ্টির দাক্ষিণ্যে আবহাওয়া তুলনায় ঠান্ডাই থাকছে। এদিকে  রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ, ন্যূনতম ৩৪ শতাংশ।