West Bengal Weather Update: করোনাকালে তাপপ্রবাহের জের, নাকাল বঙ্গবাসী

ভোট বাংলায় করোনার ভয়াবহতা, তার মধ্যেই তীব্র দাবদাহে একেবারে নাকাল অবস্থা রাজ্যবাসীর৷ বৈশাখ গড়িয়ে গড়িয়ে মাসের মধ্যবর্তী চলে এলেও কালবৈশাখীর দেখা নেই৷ বৃষ্টি তো দূর অস্ত৷

তাপপ্রবাহ। Representational Image. (Photo Credit: PTI)

কলকাতা, ২৮ এপ্রিল: ভোট বাংলায় করোনার ভয়াবহতা, তার মধ্যেই তীব্র দাবদাহে একেবারে নাকাল অবস্থা রাজ্যবাসীর৷ বৈশাখ গড়িয়ে গড়িয়ে মাসের মধ্যবর্তী চলে এলেও কালবৈশাখীর দেখা নেই৷ বৃষ্টি তো দূর অস্ত৷ এদিকে বুধবার কলকাতা শহরের তাপমাত্রা পৌঁছল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াসে (Weather Update)। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আগামী ৪৮ ঘণ্টায় আরও চরমে পৌঁছাবে গরম। তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গোটা সপ্তাহ জুড়ে চলবে তাপপ্রবাহ৷ তাই গরম কমার কোনওরকম খবর এখনও নেই৷ যদিও মে মাসের শুরুতে বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে৷  আরও পড়ুন-COVID-19 Vaccine Registration: নির্ধারিত সময়ে চালু হয়নি ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ রেজিস্ট্রেশন, টুইটারে ক্ষোভের বন্যা

আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে, আগামী মাসের শুরু দিকে বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়ায়৷ তবে একই সঙ্গে সম্ভাবনা। পূবালী বায়ু সক্রিয় হওয়ায় খানিকটা নিম্নমুখী হবে তাপমাত্রা। অন্যদিকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। তবে কালবৈশাখীর কোনও পূ্র্বাভাস দিচ্ছেন না আবহাওয়াবিদরা