Winter In West Bengal: হিমের পরশে বাংলা, আজ মরশুমের শীতলতম দিন
পৌষের আগমন ধ্বনিতে যেন আবেগতাড়িত শীত, উত্তুরে হাওয়ার শিরশিরানি বাঙালির অন্দরে কাঁপন ধরিয়েছে। তাইতো রঙ বেরঙের সোয়েটার পরে দিনের বেলা চলছে উদযাপন।
কলকাতা, ১৭ ডিসেম্বর: পৌষের আগমন ধ্বনিতে যেন আবেগতাড়িত শীত, উত্তুরে হাওয়ার শিরশিরানি বাঙালির অন্দরে কাঁপন ধরিয়েছে। তাইতো রঙ বেরঙের সোয়েটার পরে দিনের বেলা চলছে উদযাপন। রাত হলেই লেপ কম্বলের ওমে সেঁকে নিচ্ছে শরীর। বড়দিনের আগে একেবারে জমিয়ে পড়েছে শীত। এ বছর সঠিক সময়ে তার আগমন ঘটলেও নিম্নচাপ, ঘূর্ণাবর্তের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রচুর জলীয়বাষ্প ঢুকে পড়ায় একেবারে কোণঠাসা হয়েছিল শীত। এতদিনে সেসব ভ্রুকূটি কাটিয়ে এখন মেরুদণ্ড সোজা করে বঙ্গবাসীর অন্দরে ঢুকে পড়েছে সে। উত্তুরে হাওয়া জানান দিচ্ছে পিকনিকের সময় এল। কমলা লেবু, নতুন গুড়, পিঠেপুলি, আর বড়দিনে হরেকরকমের কেক আসছে রসনায় তৃপ্তি দিতে। আরও পড়ুন-Roopa Ganguly: ‘দল আমাকে তাড়াতে পারে’ বললেন রূপা গঙ্গ্যোপাধ্যায়
এহেন উৎসবের মরশুমে আজই শহর কলকাতারএ বছরের শীতলতম দিন। সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। একই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে পড়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জমিয়ে ঠান্ডা পড়ায় শীতকালের অনুভূতি একেবারে রঙিন। আগামী কয়েকদিন শীত ক্রিজে থাকবে, আর চলবে ঝোড়ো ব্যাটিং।