Winter In West Bengal: বছর শুরুতেই পারদ পতন, শীতের আমেজ বাংলায়
বর্ষবরণে শীতের (Winter) দেখা না মিললেও নতুন বছর শুরু হতে না হতেই দুয়ারে হাজির কনকনে ঠান্ডা। রবিবার রাত থেকে জবুথবু বঙ্গবাসী।দক্ষিণবঙ্গে এক ধাক্কায় কয়েক ডিগ্রি পারদ নামল।
কলকাতা, ৩ জানুয়ারি: বর্ষবরণে শীতের (Winter) দেখা না মিললেও নতুন বছর শুরু হতে না হতেই দুয়ারে হাজির কনকনে ঠান্ডা। রবিবার রাত থেকে জবুথবু বঙ্গবাসী।দক্ষিণবঙ্গে এক ধাক্কায় কয়েক ডিগ্রি পারদ নামল। আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গে এই ঠান্ডা স্বাভাবিক। আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাইতো অনাদরে পড়ে থাকা শীত পোশাক ফের অঙ্গে জড়িয়ে উপভোগে ব্যস্ত বাঙালি। কলকাতাতেও এক ধাক্কায় কমেছে তাপমাত্রা। সোমবার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম।সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। জমিয়ে শীত পড়লে নতুন বছরে ভালোই লাগে। তবে চিন্তা ধরিয়েছে কোভিড। আরও পড়ুন-Kolkata Metro: করোনার বাড়বাড়ন্ত, সোমবার থেকে টোকেন পরিষেবা বন্ধ মেট্রোয়, শুধুই স্মার্ট কার্ডেই যাতায়াত
ওমিক্রনের থাবায় রাজ্য। হু হু করে বেড়েছে সংক্রমণ। এই পরিস্থিতিতে করোনাকে রুখতে আজ রাজ্যজুড়ে শুরু হয়েছে আংশিক লকডাউন। তাই শীতের আমেজ বাড়িতে বসেই উপভোগ করুন। সুস্থ থাকুন।