West Bengal Monsoon: জলীয় বাষ্প ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় বিদ্ধ রাজ্য, সপ্তাহভর চলবে বৃষ্টি
লকডাউনে বাড়িতে থাকা একপ্রকার নিশ্চিত করে ফেলেছে মরশুমের প্রথম বৃষ্টি (West Bengal Monsoon)৷ সেই কবে থেকে শুরু হয়েছে এখনও পর্যন্ত থামার নামটি নেই৷ সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার খানিকটা উন্নতি হলেও মঙ্গলবার সকাল থেকে বের অন্ধকারে ঢেকেছে আকাশ৷
কলকাতা, ২২ জুন: লকডাউনে বাড়িতে থাকা একপ্রকার নিশ্চিত করে ফেলেছে মরশুমের প্রথম বৃষ্টি (West Bengal Monsoon)৷ সেই কবে থেকে শুরু হয়েছে এখনও পর্যন্ত থামার নামটি নেই৷ সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার খানিকটা উন্নতি হলেও মঙ্গলবার সকাল থেকে বের অন্ধকারে ঢেকেছে আকাশ৷ বেলা গড়াতেই শুরু হয়েছে টিপ টিপ বৃষ্টি৷ যেকোনও মুহূর্তে মুষলধারায় ঝরে পড়ার পরিস্থিতি একেবারে তৈরি৷ আলিপুরে হাওয়া অফিস জানাচ্ছে, রাজ্যে এখনই রোদ ঝলমলে আকাশ দেখার সম্ভাবনা নেই৷ বরং গোটা সপ্তাহ ধরেই চলবে বৃষ্টি৷ রয়েছে বজ্রপাতেরও পূর্বাভাস৷ কলকাতা, শহরতলি-সহ গোটা দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা প্রবল৷ গতকাল উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হয়েছে৷ আরও পড়ুন-Narada Case: হাইকোর্ট হলফনামা না নেওয়ায় সুপ্রিম রায়ের দ্বারস্থ মমতা, আজ শুনানি
জানা গেছে রাজ্যে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর বদান্যতায় বাতাসে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প তৈরি হয়েছে৷ একই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা ও জলীয় বাষ্পের উপস্থিতিতেই ফের দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি শুরু হতে চলেছে৷ মৌসম ভবনের পূর্বাভাসকে অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়ে এবারের বর্ষা যে জমিয়েই বঙ্গবাসীকে ভেজাবে তা বেশ বোঝা যাচ্ছে৷