West Bengal Monsoon: ফের ভাসবে শহর! মঙ্গলবারেও জলমগ্ন কলকাতা
টানা দুদিন ভারী বর্ষণের পরেও নিম্নচাপ কাটার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না বঙ্গের আকাশে৷ মঙ্গলবার সকালেও ঝিরি ঝিরি বৃষ্টির (West Bengal Monsoon) পর এখনও আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা৷
কলকাতা, ২১ সেপ্টেম্বর: টানা দুদিন ভারী বর্ষণের পরেও নিম্নচাপ কাটার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না বঙ্গের আকাশে৷ মঙ্গলবার সকালেও ঝিরি ঝিরি বৃষ্টির (West Bengal Monsoon) পর এখনও আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা৷ রোদ্দুর দূর অস্ত, দেখে মনে হচ্ছে এই ফের মুষলধারায় বৃষ্টি নামবে৷ মাঝে মাঝে হাওয়া থাকলেও তার শক্তি যে বেশ কমে এসেছে দেখে বোঝা যাচ্ছে৷ কলকাতা বিমানবন্দর-সহ দুই উপনগরী ও সমগ্র শহরের বেশিরভাগ অংশ এখন জলমগ্ন৷ এর মধ্যে রবীন্দ্র সরণি, মহাত্মা গাঁধী রোড এবং কলাকার স্ট্রিটের সংযোগস্থল, মুক্তারামবাবু স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিটের ঘণ্টেশ্বর মন্দিরের কাছে, বিধান সরণির উপর ঠনঠনিয়া কালীবাড়ি এবং আমহার্স্ট স্ট্রিটের কয়েকটি এলাকায় এখনও জল জমে রয়েছে। আরও পড়ুন-Coronavirus cases In India: আশা জাগিয়ে নিম্নমুখী দৈনিক সংক্রমণ, কমল করোনায় মৃতের হার
অন্যদিকে উত্তর কলকাতার বিভিন্ন অলিগলি জলের তলায়। কাঁকুরগাছি এবং পাতিপুকুর আন্ডারপাসে জল জমে থাকায় যান চলাচলে সমস্যা হচ্ছে। দক্ষিণের অবস্থাও তথৈবচ৷ প্রিটোরিয়া স্ট্রিট, গড়িয়াহাট রোডের কিছু অংশ, গড়িয়াহাট আইটিআই রোডের সামনেও জমে রয়েছে জল। বন্ডেল রোড, লেক গার্ডেন্সের বেশ কিছু এলাকা এখনও জলের তলায়। এছাড়া একবালপুর, খিদিররপুর এবং বেহালার কিছু অংশে এখনও জল জমে রয়েছে। আজ মঙ্গলবার যদি বৃষ্টি বাড়ে তাহলে শহরবাসীর জলযন্ত্রণার ছবিটি আরও করুণ হতে পারে৷
এদিকে চিন্তা বাড়িয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস৷ আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে, দুপুর ১২টা থেকে ফের বৃষ্টি বাড়বে কলকাতায়। চলতে পারে রাত ১০টা পর্যন্ত। অর্থাৎ আট থেকে দশ ঘণ্টার মধ্যে ফের ভাসবে শহর।