West Bengal Weather Update: ঘূর্ণাবর্তের জেরে উধাও শীত, আজও ভিজবে রাজ্য
পশ্চিমী ঝঞ্ঝার জেরে মাঘের শীত যে সেই উধাও হল, তার আর দেখা পাওয়া গেল না। সপ্তাহের শুরুতেও কোনও আশার খবর শোনাতে পারল না আলিপুরের হাওয়া ( West Bengal Weather Update) অফিস।
কলকাতা, ২৪ জানুয়ারি: পশ্চিমী ঝঞ্ঝার জেরে মাঘের শীত যে সেই উধাও হল, তার আর দেখা পাওয়া গেল না। সপ্তাহের শুরুতেও কোনও আশার খবর শোনাতে পারল না আলিপুরের হাওয়া ( West Bengal Weather Update) অফিস। বরং পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে মিশেছে ঘূর্ণাবর্ত। বাংলাদেশ লাগোয়া বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। স্বাভাবিক ভাবেই পশ্চিমবঙ্গের আকাশ এখনই পরিষ্কার হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে সোম, মঙ্গল ও বুধবার রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এদিকে অকাল বর্ষণের জেরে রাতের দিকে বাড়ছে তাপমাত্রা। শীত যে কবে ফিরবে তা এখনও স্পষ্ট নয়। আরও পড়ুন- Coronavirus Cases In India: সর্বগ্রাসী কোভিড, নতুন আক্রান্ত ৩ লাখ ৬ হাজার ৬৪ জন
সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। চলতি মরশুমের শুরু থেকেই শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। নভেম্বরের প্রথম সপ্তাহে দেখা দিয়েই উধাও হয় শীতবুড়ো। ডিসেম্বরের প্রথম দিকে হাড়কাঁপানো ঠান্ডা পড়লেও বড় দিনের আগে ফের গায়েব হয়ে যায় শীত। একেবারে সংক্রান্তি পেরিয়ে মাঘের শুরুতে উত্তুরে হাওড়ার দাপটে শীতের আগমন ঘটে। কয়েকটা দিন ঠান্ডা থাকলেও ফের পশ্চিমী ঝঞ্ঝার হানায় তা আবার উধাও হয়েছে।