West Bengal Weather Update: তাপপ্রবাহের জেরে নাজেহাল রাজ্য, শেষ চৈত্রে বৃষ্টিপাত এই জেলায়

দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল কালবৈশাখী তার তাণ্ডব দেখিয়েছে। পূর্বাভাস থাকলেও বৃষ্টির দেখা মিলছে না। এদিকে গরমে নাজেহাল রাজ্যবাসী (West Bengal Weather Update)।

প্রতীকী ছবি(Photo Credit: Twitter)

কলকাতা, ১৩ এপ্রিল: দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল কালবৈশাখী তার তাণ্ডব দেখিয়েছে। পূর্বাভাস থাকলেও বৃষ্টির দেখা মিলছে না। এদিকে গরমে নাজেহাল রাজ্যবাসী (West Bengal Weather Update)। বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি রয়েছে। বেলা বাড়লে তাপমাত্রাও হু হু করে বেড়ে চলেছে। অন্যদিকে শুষ্ক গরমে নাকাল শহর কলকাতা। আপাতত এই অবস্তি কাটছে না। তবে উত্তর ও দক্ষিণ বঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুরের হাওয়া অফিস। তবে শহর কলকাতা সেই তালিকায় নেই। জানা গেছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও জলপাইগুড়ি জেলার কিছু অংশেও হতে পারে মাঝারি বৃষ্টিপাত। এছাড়াও এই জেলাগুলিতে বইবে ঝড়। আরও পড়ুন-WB Assembly Elections 2021: ‘তুমি যদি এতই ভোট পাবে, তাহলে রোজ রোজ ডেলি প্যাসেঞ্জারি করছ কেন?,’ মোদিকে তুলোধনা মমতার

মঙ্গলবার কলকাতা শহরের বাতাসে জলীয় বাস্পের পরিমাণ ৯০ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। চলতি বছরের গোড়ার দিকে মৌসম ভবন আগেই জানিয়েছিল, এই বছর রেকর্ড গরম থাকবে সারা ভারতে। কলকাতার বর্তমান পরিস্থিতিও প্রায় সেই ইঙ্গিতই দিচ্ছে। বসন্তেই 'অগ্নিবান' ছুড়ছে প্রকৃতি। সঙ্গে ভোটরে উত্তাপ ও করোনরা প্রকোপ সবমিলিয়ে দিশেহারা রাজ্যবাসী।