West Bengal Monsoon: আষাঢ়স্য প্রথম দিবসে জমজমাট বর্ষারানি, দিনভর ভিজবে রাজ্য

আষাঢ়স্য প্রথম দিবসেই অঝোর ধারায় বারি বর্ষণ (Monsoon)৷ বহুদিন পরে কথিত বর্ষাঋতুর শুরুর দিনে এমন বৃষ্টি দেখছে সমগ্র রাজ্যবাসী৷ আজ আবার জামাইষষ্ঠী৷ করোনাকালে এসব লৌকিকতা, উৎসব, আচার অনুষ্ঠান এখন অনেকটাই অতীত৷

বৃষ্টি ফাইল ফোটো (Photo Credits: IANS)

কলকাতা, ১৬ জুন: আষাঢ়স্য প্রথম দিবসেই অঝোর ধারায় বারি বর্ষণ (Monsoon)৷ বহুদিন পরে কথিত বর্ষাঋতুর শুরুর দিনে এমন বৃষ্টি দেখছে সমগ্র রাজ্যবাসী৷ আজ আবার জামাইষষ্ঠী৷   করোনাকালে এসব লৌকিকতা, উৎসব, আচার অনুষ্ঠান এখন অনেকটাই অতীত৷ তবে কাছাকাছি থাকা জামাইরা সাবধনতা অবলম্বন করে আজ শ্বশুর বাড়ির দিকে পা বাড়াতে পারতেন, কিন্তু বাদ সেধেছে বর্ষণমুখর আবহাওয়া৷ এমনিতেই লকডাউনের জেরে বিক্রিবাট্টা বন্ধ৷ তবে নতুন সরকারি নিয়ম অনুসারে আজ বেশ খানিকটা সময় বাজার খোলা থাকবে৷ এই শুনে ব্যবসায়ীরা ভেবেছিলেন বিক্রিবাট্টা হবে৷ তাতেও অন্তরায় বৃষ্টি৷ রাতভর অঝোর ধারায় ঝরার পর সকালেও ধারাবাহিকতা বজায় রেখেছে বর্ষারানি৷ সুস্থ থাকতে এমনিই মানুষ ঘরের বাইরে খুব একটা বেরচ্ছে না৷ এমন বর্ষায় তো বাজারে খরিদ্দারের দেখা মিলছে না৷ আরও পড়ুন-Jagdeep Dhankhar: ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ খুলুন, দিল্লি যাওয়ার আগে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপাল ধনখড়ের

আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আবার বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এজন্য ১৭ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণের পাশাপাশি উত্তরে জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ সঙ্গে বজ্রপাতও হতে পারে৷