West Bengal Weather Update: বৃষ্টির ও ঝোড়ো হাওয়ার দাপট, বঙ্গে উধাও মে মাসের গরম
রমজানের শেষে ও ঈদের শুরুতে আর গরমে হাঁফিয়ে ওঠার পরিস্থিতি তৈরি হবে না৷ বৃষ্টি এসে আপাতত রোদ্দুরের জায়গা নিয়েছে৷ (Weather Update) গতকাল বেলা গড়াতেই আকাশ ঘনিয়ে মেঘ করল সঙ্গে মুষল ধারায় বৃষ্টি৷
কলকাতা, ১২ মে: রমজানের শেষে ও ঈদের শুরুতে আর গরমে হাঁফিয়ে ওঠার পরিস্থিতি তৈরি হবে না৷ বৃষ্টি এসে আপাতত রোদ্দুরের জায়গা নিয়েছে৷ (Weather Update) গতকাল বেলা গড়াতেই আকাশ ঘনিয়ে মেঘ করল সঙ্গে মুষল ধারায় বৃষ্টি৷ শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে একেবারে হিমেল পরশ বয়ে গেল সেই বৃষ্টির দৌলতে৷ রোদ্দুরের সঙ্গে সঙ্গে উধাও গরমও৷ বহুদিন পর মে মাসে এমন বৃষ্টি দেখছে দক্ষিণবঙ্গের বাসিন্দারা৷ মঙ্গলবার দুপুরে বজ্রবিদ্যুৎ সহ কয়েকঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতার একাধিক এলাকা। রাজভবনের সামনে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় এক ব্যক্তির। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় প্রবল বৃষ্টি হয়েছে। মালদা, বীরভূম, হুগলি-সহ বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে৷ আরও পড়ুন-Coronavirus Cases In India: ফের বাড়ল করোনার সংক্রমণ, ৪ হাজারের গণ্ডী ছাড়াল দৈনিক মৃত্যু
একইভাবে দুই ২৪ পরগনা, নদিয়া-সহ বাকি জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে বয়েছে ঝোড়ো হাওয়াও৷ জানা গেছে, এখনই গরমের সম্ভাবনা নেই রাজ্যে৷ আগামী ৪ থেকে ৫ দিন এই বৃষ্টিমুখর আবহাওয়া বজায় থাকবে গোটা বাংলায়৷ তাইতো করোনাকালে ঘরবন্দি হয়ে অন্তত গরমে কষ্ট পেতে হবে না৷ ঈদের দিনটিও বেশ রসেবশে কেটে যাবে৷ আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
এদিকে আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, বুধবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। এতকিছুর পরেও গরমের ছিটেফোটা অনুভূতিও নেই৷ তবে এই বৃষ্টির আনুকূল্য থেকে কোনওভাবেই বাদ পড়ছে না উত্তরবঙ্গ৷ আগামী ৪-৫ দিনে উত্তরের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও৷