Winter In West Bengal: উত্তুরে হাওয়ার দাপটে কম্পমান বাংলা, পারদ পতন অব্যাহত

যেতে যেতেও নিজের উপস্থিতি একেবারে হাড় কাঁপিয়ে জানান দিচ্ছে মাঘের শীত। কুয়াশার চাদর কাটিয়ে মেঘলা আকাশকে পাত্তা না দিয়ে চওড়া ইনিংস খেলতে ২২ গজে দৌড় শুরু হয়েছে ঠান্ডার। চলতি বছরে সোয়েটার, লেপকম্বলের পাট চুকিয়ে একপ্রকার প্রস্তুতি নিয়ে ফেলেছিল বাঙালি। তবে মঙ্গলবার থেকে ফের শীতের কামড়ে জবুথবু বঙ্গবাসী কম্বলকেই পরম বন্ধু ঠাউরে পাশ ফিরে শুয়েছে। সকালের হালকা কুয়াশা নটা বাজতে না বাজতেই উধাও হয়েছে। রোদ্দুর যত বেড়েছে ততই জাঁকিয়ে বসেছে শীত। উত্তুরে হাওয়ার মৃদুমন্দ বহমানতা একেবারে কম্প ধরিয়ে দিয়েছে। বলাবাহুল্য, মাঘ মাসে ঘামে ভিজতে নারাজ বাঙালি শীতের পুনরাগমনে বেজায় খুশি।

প্রতীকী ছবি (Representational Image Only)

কলকাতা, ২৭ জানুয়ারি: যেতে যেতেও নিজের উপস্থিতি একেবারে হাড় কাঁপিয়ে জানান দিচ্ছে মাঘের শীত। কুয়াশার চাদর কাটিয়ে মেঘলা আকাশকে পাত্তা না দিয়ে চওড়া ইনিংস খেলতে ২২ গজে দৌড় শুরু হয়েছে ঠান্ডার। চলতি বছরে সোয়েটার, লেপকম্বলের পাট চুকিয়ে একপ্রকার প্রস্তুতি নিয়ে ফেলেছিল বাঙালি। তবে মঙ্গলবার থেকে ফের শীতের কামড়ে জবুথবু বঙ্গবাসী কম্বলকেই পরম বন্ধু ঠাউরে পাশ ফিরে শুয়েছে। সকালের হালকা কুয়াশা নটা বাজতে না বাজতেই উধাও হয়েছে। রোদ্দুর যত বেড়েছে ততই জাঁকিয়ে বসেছে শীত। উত্তুরে হাওয়ার মৃদুমন্দ বহমানতা একেবারে কম্প ধরিয়ে দিয়েছে। বলাবাহুল্য, মাঘ মাসে ঘামে ভিজতে নারাজ বাঙালি শীতের পুনরাগমনে বেজায় খুশি। বুধবারের সকাল যেন শীতের রোদ্দুরে একেবারে ঝলমলিয়ে উঠেছে। আরও পড়ুন-Special Pancake: সবুজের আবরণে গেরুয়া, এই শীতে বাঙালির রসনা তৃপ্তিতে ‘ভোলবদল’ পিঠে!

কিন্তু এই শীত যে কতক্ষণ স্থায়ী হবে তানিয়ে বঙ্গবাসীর মনে দ্বন্দ্বের শেষ নেই। তবে তাতে কি যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, তাই চেটেপুটে শেষবেলার শীতকে উপভোগ করতে শুরু হয়েছে নানাবিধ আয়োজন। কেউ যাচ্ছেন পিকনিকে। কেউ বাড়িতেই পিঠেপুলির আয়োজন করেছেন। বিয়েবাড়ির মরশুম চলছে জমিয়ে। মাঘের দ্বিতীয় সপ্তাহেও আবহাওয়ার খামখেয়ালিপনা অব্যাহত। সোমবার সামান্য বেড়েছিল তাপমাত্রা। মঙ্গলে আবার নামল পারদ। মঙ্গলবার আবহাওয়া দপ্তর জানিয়েছিল, আগামী ২৪ ঘণ্টায় সামান্য কমবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির মধ্যে থাকবে। তবে বেলা বাড়লে উধাও হবে শীত ভাব। জেলায় জেলায় আরও কয়েকদিন বজায় থাকবে ঠান্ডার আমেজ। হাওয়া অফিসের পূর্বাভাস মেনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীতের দাপট বেড়েছে।

 



@endif