Mamata Banerjee: ‘রাজ্যকে নিয়ন্ত্রণের এই কেন্দ্রীয় পদক্ষেপকে বরদাস্ত করব না’, তিন আইপিএস কর্তার বদলি নিয়ে সরব মমতা

রাজ্য সরকারের আপত্তিকে রীতিমতো অগ্রাহ্য করল স্বরাষ্ট্র মন্ত্রক। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা তিন পুলিশকর্তাকে কেন্দ্রীয় ডেপুটেশনে পোস্টিং করা হল। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি প্রবীণ ত্রিপাঠীকে কেন্দ্রীয় সশস্ত্র সীমাবলে ডেপুটেশনে পাঠানো হচ্ছে। তাঁর ডেপুটেশনের মেয়াদ ৫ বছর। পাঁচ বছরের জন্য ইন্দো টিবেট বর্ডার পুলিশের আিজি পদে পাঠানো হচ্ছে এডিজি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্রকে। একইভাবে তিন বছরের জন্য ব্যুরো অফ পুলিশ রিসার্চ বিপিআরডি-তে পাঠানো হচ্ছে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডেকে।

মমতা ব্যানার্জি(Photo Credits: IANS)

কলকাতা, ১৭ ডিসেম্বর: রাজ্য সরকারের আপত্তিকে রীতিমতো অগ্রাহ্য করল স্বরাষ্ট্র মন্ত্রক। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা তিন পুলিশকর্তাকে কেন্দ্রীয় ডেপুটেশনে পোস্টিং করা হল। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি প্রবীণ ত্রিপাঠীকে কেন্দ্রীয় সশস্ত্র সীমাবলে ডেপুটেশনে পাঠানো হচ্ছে। তাঁর ডেপুটেশনের মেয়াদ ৫ বছর। পাঁচ বছরের জন্য ইন্দো টিবেট বর্ডার পুলিশের আিজি পদে পাঠানো হচ্ছে এডিজি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্রকে। একইভাবে তিন বছরের জন্য ব্যুরো অফ পুলিশ রিসার্চ বিপিআরডি-তে পাঠানো হচ্ছে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডেকে। বৃহস্পতিবার বিষয়টি জানতে পেরেই বিষয়টিকে অসাংবিধানিক বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আরও পড়ুন-Winter In West Bengal: শহরে ঢুকেছে উত্তুরে হাওয়া, শুক্রবারেই জাঁকিয়ে শীতের পূর্বাভাস হাওয়া অফিসের

রাজ্যের তিন আইপিএস কর্তার এহেন ডেপুটেশনের খবর কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে মমতা। তিনি বলেন, “এ অসাংবিধানিক, কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।” এরপরই টুইটের সিরিজে নিজের ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী লেখেন-

এদিকে কেন্দ্রের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে মমতা সরকারের রুখে দাঁড়ানোর বিষয়টি যে ফেলনা নয় তানিয়ে একপ্রকার নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা। মূলত এতদিন ধরে তৃণমূল সরকারের বিভিন্ন পদে থাকা প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একের পর এক নালিশ গিয়েছে। গত সপ্তাহে রাজ্যে এসেই শুধু ১৩১ জন বিজেপি কর্মীর খুনের প্রসঙ্গ টেনে ক্ষান্ত দেননি জেপি নাড্ডা। তিনি যে ১০০ জন মৃত কর্মীর তর্পণ করেছেন, তাও স্মরণ করাতে ভোলেননি। নাম না করে নরেন্দ্র মোদি বার বার একটা কথা বুঝিয়ে দিতে চেয়েছেন, বিরোধীদের মেরে ক্ষমতায় টিকে থাকার রাজনীতির পতন এবার নিশ্চিত। তবে বিরোধী বিজেপি শুধু তয়, কংগ্রেস সিপিএম-রএ এমন অভিযোগ রয়েছে রাজ্যের পুলিশ প্রশাসনের একাংশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। এতদিন শুধু অভাব অভিযোগ যেত দিল্লির দরবারে। এবারে সেই অভাব অভিযোগ মেটাতে মাঠে নেমে পড়েছে নর্থব্লক। তাই এনিয়ে নবান্নের সঙ্গে কেন্দ্রে সঙ্ঘাত তো সময়ের অপেক্ষা মাত্র।