Panchayat Elections 2023: মোট আসনের চেয়ে প্রায় ১২ হাজার বেশী আসনে মনোনয়ন জমা তৃণমূলের, অনেকটা পিছিয়ে দ্বিতীয় বিজেপি
দেখা যাচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত- তিনটি স্তরেই মোট আসনের চেয়ে বেশী প্রার্থী দিয়েছে রাজ্যর শাসক দল তৃণমূল কংগ্রেস।
Panchayat Elections 2023: Which party post how many nominations
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব শেষ হয়েছে। এখন সবার একটাই প্রশ্ন, কোন দল কত মনোনয়ন জমা দিল। রাজ্য নির্বাচন কমিশনের রিপোর্ট এখনও চূড়ান্ত নয়। তবে মোটের ওপর হিসেবটা এই রকমই থাকবে। দেখা যাচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত- তিনটি স্তরেই মোট আসনের চেয়ে বেশী প্রার্থী দিয়েছে রাজ্যর শাসক দল তৃণমূল কংগ্রেস। মনোনয়ন জমা দেওয়ায় তৃণমূলের চেয়ে বেশ কিছুটি পিছিয়ে দু নম্বরে বিজেপি। তবে বিজেপি যেখানে শক্তিশালী সেখানে তারা মনোনয়ন বেশ ভালই জমা দিয়েছে।
ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্য়বস্থায় তৃণমূল কংগ্রেস মোট ৮৫ হাজার ৮১৭টি মনোনয়ন জমা দেয়। যা মোট আসনের থেকে ১১,৯৩০টি বেশী। এবার মনোনয়ন প্রত্য়াহারের সময় দল নির্দেশ দিয়ে অতিরিক্তদের প্রার্থীপদ প্রত্যাহার করতে বলবে। সেক্ষেত্রে দলের টিকিট না পেয়ে বিজেপি বা অন্য দলের হয়ে দাঁড়ানোর সম্ভাবনা থাকবে না। আরও পড়ুন- পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হওয়া হিংসাত্মক পরিস্থিতি ঠেকাতে অবিলম্বে হস্তক্ষেপ করুন, অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের
আসন্ন পঞ্চায়েত ভোটে বিজেপি মোট ৫৬ হাজার ৩২১টি মনোনয়ন জমা দিয়েছে। সেখানে সিপিআই (এম) জমা দিয়েছে মোট ৪৮ হাজার ৬৪৬টি আসনে। সেখানে অনেকটাই পিছিয়ে কংগ্রেস। হাত চিহ্নে গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে মাত্র ১৭ হাজার ৭৫০টি মননোয়ন জমা পড়েছে। দিদির রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে লড়ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। জেলা পরিষদে প্রার্থী দিতে না পারলেও আপ প্রার্থী দিয়েছে পঞ্চায়েত সমিতি (৪টি) ও গ্রাম পঞ্চায়েতে (৯)। রাজ্যজুড়ে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় এক দফায় পঞ্চায়েত নির্বাচন হবে আগামী ৮ জুলাই, ভোট গণনা ১১ জুলাই।
মোট কতগুলি মনোনয়ন জমা পড়েছে
জেলা পরিষদে: ৪,৯৩২টি
পঞ্চায়েত সমিতিতে: ৩৫,৪৪৫টি
গ্রাম পঞ্চায়েত: ১,৯৬,০৮৭টি
জেলা পরিষদ (মোট আসন: ৯২৮টি)
কোন দল কতগুলি মনোনয়ন জমা দিয়েছে
তৃণমূল: ১০৭৯টি
বিজেপি: ১০৫৮
সিপিএম: ৮৩৪
কংগ্রেস: ৭৪১
নির্দল প্রার্থী: ৪০৭
অন্যান্য দল: ৮১৩
ফরওয়ার্ড ব্লক: ৬২
বিএসপি: ১২০
আপ: ০
পঞ্চায়েত সমিতি (মোট আসন: ৯,৭৩০টি)
তৃণমূল: ১১,৫২৭
বিজেপি: ৮,৮৮২
সিপিএম: ৭৪৮৩
কংগ্রেস: ২৮০৪
নির্দল প্রার্থী: ২৭২৯
অন্যান্য দল: ১৭২৫
ফরওয়ার্ড ব্লক: ২৭৭
বিএসপি: ৮৭
আপ: ৪
গ্রাম পঞ্চায়েত (মোট আসন: ৬৩,২২৯টি)
তৃণমূল: ৭৩,২১১টি
বিজেপি: ৪৬,৩৮১
সিপিএম: ৪০,৪২৯
কংগ্রেস: ১৪,০২৫
নির্দল প্রার্থী: ১৩,১৫৭
অন্যান্য দল: ৭২৮৫
ফরওয়ার্ড ব্লক: ১২৫৬
বিএসপি: ১৫২
আপ: ৯
পঞ্চায়েত নির্বাচন ২০২৩ মনোনয়নের দলগত হিসেব-
তৃণমূল কংগ্রেসের মনোনয়ন (মোট ৮৫ হাজার ৮১৭টি)
জেলা পরিষদ: ১০৭৯টি, পঞ্চায়েত সমিতি: ১১,৫২৭টি, গ্রাম পঞ্চায়েত: ৭৩,২১১টি
বিজেপির মনোনয়ন (মোট ৫৬ হাজার ৩২১টি)
জেলা পরিষদ: ১০৫৮টি, পঞ্চায়েত সমিতি: ৮,৮৮২টি, গ্রাম পঞ্চায়েত: ৪৬,৩৮১টি
সিপিএমের মনোনয়ন (মোট ৪৮ হাডার ৬৪৬টি)
জেলা পরিষদ: ৮৩৪টি, পঞ্চায়েত সমিতি: ৭,৩৮৩টি, গ্রাম পঞ্চায়েত: ৪০,৪২৯টি
কংগ্রেসের মনোনয়ন (মোট ১৭ হাডার ৭৫০টি)
জেলা পরিষদ: ১৪,২০৫টি, পঞ্চায়েত সমিতি: ২,৮০৪টি, গ্রাম পঞ্চায়েত: ১৪,২০৫টি