WB Governor CV Ananda Bose: পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক খরচ কমানোর চেষ্টা! শেষ মুহূর্তে বিদেশ সফর বাতিল করলেন রাজ্যপাল

রাজ্য সরকারের আর্থিক কোষাগারের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে চান না। তাই শেষ মুহূর্তে নিজের বিদেশ সফর বাতিল করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস ()।

Photo Credits: ANI

কলকাতা: রাজ্য সরকারের আর্থিক কোষাগারের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে চান না। তাই শেষ মুহূর্তে নিজের বিদেশ সফর (overseas trip) বাতিল করলেন (cancelled) পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (WB Governor CV Ananda Bose)।

সোমবার সন্ধ্যায় রাজভবনের (Raj Bhavan) তরফে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের কোষাগারের উপর আর্থিক বোঝা (state exchequer) চাপাতে চান না বলে রাজ্যপাল তাঁর বিদেশ সফর বাতিল করলেন বলে দাবি করা হয়েছে। এর পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ (Dengue situation) যেভাবে রাজ্যজুড়ে বেড়েছে তাতে রাজ্যপাল উদ্বিগ্ন। তাই এখন তিনি বিদেশ যেতে চাইছেন না।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যপালের সোমবার রাতে নয়াদিল্লির (New Delhi) উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। আর বুধবার ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত 'গ্লোবাল কালচার' (Global Culture)-এর একটি অনুষ্ঠানে যোগদানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে (US) যাওয়ার কথা ছিল তাঁর। সেখানেও কিছু অন্যান্য অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। আরও পড়ুন: Protests Against Dengue In Kolkata: ডেঙ্গু বৃদ্ধির প্রতিবাদে অভিনব উপায়ে প্রতিবাদ কংগ্রেসের, ভবানীপুরের ভিডিয়ো



@endif