WB Bypoll 2021: আসন্ন উপনির্বাচনে তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় রাজ, মিমিদের নাম, বাদ নুসরত, বাবুল

৩০ অক্টোবর যে কেন্দ্রগুলিতে উপনির্বাচন, সেখানে রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, মিমি চক্রবর্তীদের মতো তারকাদের দিয়ে প্রচার করাবে তৃণমূল কংগ্রেস৷ তবে সেখানে নেই সাংসদ নুসরত জাহানের নাম৷

Nusrat Jahan, Babul Supriyo (Photo Credit: Nusrat Jahan, Babul Supriyo/Instagram)

কলকাতা, ৯ অক্টোবর: ভবানীপুর (Bhabanipur), জঙ্গিপুর, সামসেরগঞ্জের পর এবার দিনহাটা, খড়দহ, শান্তিপুর এবং গোসাবায় নির্বাচন৷ আগামী ৩০ অক্টোবর পশ্চিমবঙ্গের এই ৪ কেন্দ্রে উপনির্বাচন৷ সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে৷ পুজোর পর অর্থাৎ আগামী ৩০ অক্টোবর উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের (TMC) কোন নেতারা প্রচার করবেন, তার তালিকা প্রায় স্থির৷ তৃণমূল নেতৃত্বের সঙ্গে জোড়াফুল শিবিরের তারকা প্রচারকদের তালিকাও স্থির করেছেন নেতৃত্ব৷ তবে সেই তালিকা থেকে বাদ পড়ল নুসরত জাহান এবং বাবুল সুপ্রিয়র নাম (Babul Supriyo)৷

সূত্রের খবর, ৩০ অক্টোবর যে কেন্দ্রগুলিতে উপনির্বাচন, সেখানে রাজ চক্রবর্তী (Raj Chakraborty), সায়নী ঘোষ,  মিমি চক্রবর্তীদের (Mimi Chakraborty) মতো তারকাদের দিয়ে প্রচার করাবে তৃণমূল কংগ্রেস৷ তবে সেখানে নেই সাংসদ নুসরত জাহানের নাম৷ সদ্য মা হয়েছেন নুসরত (Nusrat Jahan)৷ তাই হয়ত প্রচারের কাজে তাঁকে রাখা হচ্ছে না৷ এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷

আরও পড়ুন: Aryan Khan Drug Case: জেলেই থাকছেন আরিয়ান, ফের জামিন নাকচ শাহরুখ পুত্রের

তবে বাবুল সুপ্রিয়র নাম কেন আসন্ন ৪ কেন্দ্রের উপনির্বাচনে রাখা হচ্ছে না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে৷ ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের সঙ্গে বাবুলের সখ্যতার কথা প্রায় সর্বজনবিদিত৷ ফলে ওই কেন্দ্রে প্রচারের তালিকায় তাঁর নাম রাখা হয়নি৷ তবে ৩০ অক্টোবর যে কেন্দ্রগুলিতে উপনির্বাচন রয়েছে, তারকা প্রচারক হিসেবে সেখানে কেন বাবুল সুপ্রিয়র নাম রাখা হয়নি, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে৷ তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি বাবুল সুপ্রিয়র তরফেও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করা হয়নি এখনও পর্যন্ত৷