West Bengal Assembly Elections 2021: 'স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের কোনও উন্নতিই হয়নি', পশ্চিম মেদিনীপুরের সভায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

আজ পশ্চিম মেদিনীপুরের সভায় এসেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দাসপুরে প্রথম জনসভাটি করেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর পরের দুটি সভা ঘাটাল ও গোয়ালতোড়ে। পাশাপাশি রাজ্যে আসেন যোগী আদিত্যনাথও। পুরুলিয়ার বলরামপুর, বাঁকুড়ার রাইপুর ও পশ্চিম মেদিনীপুরের বেলদায় নির্বাচনী প্রচার করার কর্মসূচি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। অন্যদিকে বিষ্ণুপুরে রোড শো করছেন জে পি নাড্ডা।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Picture Credits: ANI)

মেদিনীপুর, ১৬ মার্চ: আজ পশ্চিম মেদিনীপুরের সভায় এসেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh)। দাসপুরে প্রথম জনসভাটি করেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর পরের দুটি সভা ঘাটাল ও গোয়ালতোড়ে। পাশাপাশি রাজ্যে আসেন যোগী আদিত্যনাথও। পুরুলিয়ার বলরামপুর, বাঁকুড়ার রাইপুর ও পশ্চিম মেদিনীপুরের বেলদায় নির্বাচনী প্রচার করার কর্মসূচি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। অন্যদিকে বিষ্ণুপুরে রোড শো করছেন জে পি নাড্ডা।

আজ পশ্চিম মেদিনীপুরের সভায় রাজনাথ সিং বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে যে ধরণের উন্নয়ন করা উচিত ছিল, তা হয়নি। ক্ষমতাসীন সরকার রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। সিপিএম বা টিএমসি হোক, রাজ্যে দারিদ্র্য ও বেকারত্ব ছড়িয়ে পড়েছে। আমি জনগণকে আশ্বস্ত করতে চাই যে, আমরা যেদিন সরকার গঠন করব, টিএমসি বা সিপিএম হোক, সবার বিরুদ্ধে আক্রমণ প্রতিহত করব। কোনও বৈষম্য হবে না। যারা সহিংসতা প্রচার করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, কেন আপনার নেতা মন্ত্রীদের গায়ে দুর্নীতি রং লেগে আছে? প্রতিশ্রুতি দিলে পূরণ করে বিজেপি। আরও পড়ুন, ‘গরুপাচারে যুক্ত তৃণমূল, বাংলায় অরাজকতা চলছে’, যোগী আদিত্যনাথ

অন্যদিকে আজ বিজেপি প্রার্থী বানেশ্বর মাহাতোর সমর্থনে পুরুলিয়ার বলরামপুরে প্রচারে এসে একযোগে মমতা বন্দ্যোপাধ্যায় শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ““তৃণমূলের আমলে বাংলায় চরম অরাজকতার সৃষ্টি হয়েছে। গরু পাচারে (Cow Smuggling) যুক্ত তৃণমূল।“ পাশাপাশি উন্নয়নের খোঁচা দিয়ে আদিত্যনাথ বলেন, “বাংলায় আয়ুষ্মান প্রকল্প চালু করেনি তৃণমূল (Trinamool Congress)। উন্নয়নের ক্ষেত্রেও পিছিয়ে বাংলা। মমতা চণ্ডীপাঠ করছেন এটাই ভারত। রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরে যাচ্ছেন এটাই আমাদের কৃতিত্ব।”