Violence In Rishra: দিলীপ ঘোষের উপস্থিতিতে রাম নবমীর শোভাযাত্রায় তুমুল গণ্ডগোল, দেখুন রিষড়ার ভিডিয়ো

রবিবার সন্ধ্যায় রাম নবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়াল হুগলি জেলার রিষড়ায়।

Photo Credits: ANI

রিষড়া: রাম নবমীর দিন হাওড়ার শিবপুর এলাকায় তুমুল গণ্ডগোল হয়েছিল। বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি অনেকগুলি গাড়ি পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। এখনও সেই বিষয় নিয়ে তরজা চলছে রাজ্যের রাজনৈতিক মহলে। এর মাঝেই রবিবার সন্ধ্যায় রাম নবমীর শোভাযাত্রাকে (Ram Navami Shobhayatra) কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়াল হুগলি (Hooghly) জেলার রিষড়ায় (Rishra)। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh, BJP National VP) উপস্থিতিতে হওয়া ওই শোভাযাত্রার সময় পাথর ছোঁড়ার পাশাপাশি বেশ কয়েকটি গাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়।

দেখুন ভিডিয়ো:

এপ্রসঙ্গে দিলীপ ঘোষ রাজ্যের তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, "শোভাযাত্রার সময় মহিলা ও শিশুদের উপর পাথর ছোঁড়া (Stone pelted) হয়েছে। হাওড়ার হিংসার (Howrah violence) ঘটনা থেকে কোনও শিক্ষা নেয়নি রাজ্য সরকার। তাদের কড়া পদক্ষেপ না নেওয়ার জন্যই বারবার এই ধরনের ঘটনা ঘটছে। পাথর ছোঁড়ার পাশাপাশি অনেকগুলি গাড়িও ভাঙচুর করা হয়েছে।"

দেখুন ভিডিয়ো:

সংবাদ সংস্থা এএনআই-এর তরফে ঘটনাস্থলের দুটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। তার একটিতে দেখা যাচ্ছে, রাস্তার মাঝখানে একটি গাড়ি দাউদাউ করে জ্বলছে আর অন্য ভিডিয়োতে দেখা যাচ্ছে, শোভাযাত্রায় অংশ নেওয়া বেশ কিছু মানুষ দৌড়ছে। আরও পড়ুন: G. Kishan Reddy On Tourism: দেশব্যাপী পর্যটন ব্যবসা বাড়াতে নয়া পরিকল্পনা নিয়েছে সরকার, শিলিগুড়ি থেকে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি