Coronavirus: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়াল, মৃত্যু হয়েছে ২১১ জনের

রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়াল। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪,০০৯। মৃত্যু হয়েছে ২১১ জনের। ১,৪৮৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭২ জন। মঙ্গলবার বিকেলে নবান্নে (Nabanna) প্রেস কনফারেন্স করে একথা জানালেন স্বরাষ্ট্রসচিব আলাপন ব্যানার্জি (Alapan Bandyopadhyay)।

Plasma Therapy in India for Coronavirus (Photo Credits: PTI)

কলকাতা, ২৬ মে: রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়াল। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪,০০৯। মৃত্যু হয়েছে ২১১ জনের। ১,৪৮৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ইতিমধ্যেই। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭২ জন। মঙ্গলবার বিকেলে নবান্নে (Nabanna) প্রেস কনফারেন্স করে একথা জানালেন স্বরাষ্ট্রসচিব আলাপন ব্যানার্জি (Alapan Bandyopadhyay)। আরও পড়ুন: Guidelines For Domestic Air Travel: রাজ্যে আন্তঃরাজ্য বিমান পরিষেবা চালু হচ্ছে ২৮ মে, জারি হল সরকারি নির্দেশিকা 

আলাপন ব্যানার্জি জানালেন, ‘গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯৩ জন। পাশাপাশি সুস্থ হয়ে উঠেছেন ৭২ জন। মৃত্যু হয়েছে ৫ জনের গত ২৪ ঘণ্টায়।’

রাজ্যে ২৮ মে অর্থাৎ বৃহস্পতিবার আন্তঃরাজ্য বিমান পরিষেবা চালু হবে। তার আগে কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) পুরানো টার্মিনালে তৈরি করা হয়েছে কোয়ারেন্টিন সেন্টার। রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশিকা (Guidelines) জারি করা হয়। সমস্ত যাত্রীদের বিমানবন্দরে আসার সময় স্ব-ঘোষিত একটি ফর্ম জমা দিতে হবে এবং ১৪ দিনের জন্য নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে।