Mamata Banerjee: পুরভোট নিয়ে কলকাতা পুলিশকে বাবহা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
উৎসবের মেজাজে ভোট দিয়েছেন মানুষ। ভোট শান্তিপূর্ণ- রবিবাবর বিকেলে নিজের ভোট কেন্দ্রে ভোট দিতে এসে ঠিক একথাটাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
কলকাতা, ১৯ ডিসেম্বর: উৎসবের মেজাজে ভোট দিয়েছেন মানুষ। ভোট শান্তিপূর্ণ- রবিবাবর বিকেলে নিজের ভোট কেন্দ্রে ভোট দিতে এসে ঠিক একথাটাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যে ওয়ার্ডের তিনি ভোটার সেই ৭৩ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায় (Kajari Banerjee)। এদিন ৪টে নাগাদ দলীয় প্রার্থীকে নিয়েই মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে আসেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। বুথে ঢোকার আগে সাংবাদিকদের তিনি বলেন, "মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। বিরোধীরা যে অভিযোগ করছেন, তা ভিত্তিহীন। তাই এই সব কথাকে উপেক্ষা করুন।"
বিক্ষিপ্ত কিছু অশান্তি হলেও ভোট শান্তিপূর্ণ বলেই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বিরোধীরা মিথ্যে বলছে বলেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি জানান, ভোটদানের হার সন্তোষজনক। চিন্তার কিছু নেই। তাঁর কথায়, "পুলিশ খুব ভালো কাজ করেছে। বেস্ট পুলিশ কলকাতা পুলিশ।"আরও পড়ুন: সল্টলেকে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
অন্যদিকে, সকাল থেকে বারবার উত্তপ্ত হয়ে ওঠে শিয়ালদহের টাকি বয়েজ স্কুল। অভিযোগ, বুথের ১০০ মিটারের মধ্যেই তিন থেকে চারটি বোমা পড়ে। বোমাবাজিতে জখম হন দু'জন। আহতদের মধ্যে একজন আবার সাধারণ ভোটার। তবে সাংবাদিক সম্মেলনে কলকাতা পুলিসের জয়েন্ট সিপি হেড কোয়াটার্স (Joint CP Headquaters) শুভঙ্কর সিনহা সরকার জানালেন, 'সকাল থেকে কিছু ঘটনা ঘটেছে। মোটের উপর ভোট শান্তিপূর্ণ'।
আর বোমাবাজি নিয়ে তাঁর বক্তব্য, 'দুটি বোমাবাজির ঘটনা ঘটেছে। আমহার্স্ট থানার টাকি বয়েস স্কুলের সামনে বোমা ফাটে।
রাস্তার উল্টো দিকে নারকেলডাঙা থানা এলাকা থেকে দুষ্কৃতীরা এসেছিল। একজনকে গ্রেফতার করা হয়েছে। সকাল ৯.৪৫ নাগাদ এন্টালি থানার খন্না হাইস্কুলের সামনে বেলেঘাটা রোডের উপর বোমাবাজি হয়। সঙ্গে সঙ্গে পুলিস পৌঁছয়। ভোট প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটেনি। শান্তিপূর্ণভাবে ভোট চলছে'।