WB Assembly Elections 2021: নন্দীগ্রামে সম্প্রীতি বিঘ্নের আশঙ্কা, ভোট মিটতেই জেলাশাসককে চিঠি দিব্যেন্দুর
নন্দীগ্রামের ভোট মিটলে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক সুমিতা পাণ্ডেকে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করে চিঠি দিলেন দিব্যেন্দু অধিকারী।
নন্দীগ্রাম, ২ এপ্রিল: গতকাল বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন (WB Assembly Elections 2021) হয়েছে। এই পর্বে হাইভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম। যেখানে খোদ মুখ্যমন্ত্রী প্রার্থী হয়েছিলেন। তাঁর প্রতিপক্ষ ছিলেন একদা সহযোদ্ধা শুভেন্দু অধিকারী। গতকালকের ভোটে বিজেপির বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস। বয়ালের সাত নম্বর বুথে বেলা দুটো নাগাদ পৌঁছান মুখ্যমন্ত্রী। সকাল থেকেই সেখান তকে খবর আসছিল। তৃণমূলের এজেন্টকে বসতে দেওয়া হয়নি। এমনকী দলীয় কর্মী সমর্থকদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সন্ধ্যায় ভোট মিটলে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক সুমিতা পাণ্ডেকে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করে চিঠি দিলেন দিব্যেন্দু অধিকারী। আরও পড়ুন-WB Assembly Elections2021: ‘এখানে ভোটে চিটিংবাজি হয়েছে, এমন বাজে নির্বাচন আগে কখনও দেখিনি’, বয়াল থেকে বেরিয়ে বললেন মমতা
তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী আদতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর দাদা। বাবা বাই দল চাড়লেও এখনও তিনিন দিদির সঙ্গেই রয়ে গেছেন। তবে কতটা আনুগত্য আছে তানিয়ে প্রশ্নের অবকাশ রয়েই যায়। সে যাইহোক বয়ালের পরিস্থিতি বিজেপির বিরুদ্ধে বুথ দখল অবাধে ছাপ্পা দেওয়ার অভিযোগের পর নন্দীগ্রামে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের আশঙ্কা রয়েছে। এমন কিছু ঘটলে ওই জনপদের শান্তি বিঘ্নিত। তাই জেলাশাসককে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে আবেদন জানিয়ে চিঠি লেখেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোট মেটার পরেই চিঠি যায়। শান্তিপূর্ণ ভোট হওয়ার জন্য় সুমিতা পাণ্ডেকে ধন্যবাদও জানিয়েছেন তৃণমূল সাংসদ।
এদিকে বয়ালের ভোটে চিটিংবাজি হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী। বহিরাগতদের দিয়ে ছাপ্পা ভোট দেওয়ানো হয়েছে। পেছন থেকে কলকাঠি নেড়েছেন অমিত শাহ এমনই দাবি তাঁর। গোটা ঘটনা জানিয়ে রাজ্যপালকে নালিশও করেন মমতা। এবং আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।