Madan Mitra: দিদির হয়ে ভবানীপুরে ভোটের প্রচার 'কালারফুল' মদনের মিত্রর

মুখ্যমন্ত্রী পদে আসীন হয়ে এবার ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ সালে লোকসভার দিকে তাকিয়ে এই উপনির্বাচন করাতে হবে বলে কর্মী, সমর্থকদের সামনে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Madan Mitra (Photo Credit: Madan Mitra/Facebook)

কলকাতা, ৯ সেপ্টেম্বর: 'দিদির' হয়ে প্রচার শুরু করলেন মদন মিত্র (Madan Mitra)। কালো রঙের পাঞ্জাবি, সাদা ধুতি এবং গলায় উত্তরীয় জড়িয়ে ভবানীপুরে প্রচার শুরু করন কামারহাটির বিধায়ক। ভবানীপুরে প্রচার শুরুর আগে পুজো দিতে দেখা যায় মদন মিত্রকে। পুজোর পরই সঙ্গীদের নিয়ে বেরিয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) হয়ে প্রচারে।

দেখুন মদন মিত্রের প্রচার...

বুধবার ভবানীপুরে (Bhabanipur) প্রচার করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সেখানেই মদন মিত্রকে 'কালারফুল ছেলে' বলে উল্লেখ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী (TMC)। এমনকী মদন সব সময় সেজেগুজে থাকতে পছন্দ করেন বলেও মন্তব্য করেন মমতা। তবে ভবনীপুরে প্রচারের সময় বেশি সাজুগুজু যেন মদন মিত্র না করেন, সে বিষয়ে পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পুরোটাই মজার ছলে।

আরও পড়ুন: Taliban: অন্ধকারে আফগানিস্তান, 'শরীর প্রদর্শন' চলবে না, ক্রিকেট সহ মহিলাদের খেলা বন্ধ করল তালিবান

মুখ্যমন্ত্রী (West Bengal CM) পদে আসীন হয়ে এবার ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ সালে লোকসভার দিকে তাকিয়ে এই উপনির্বাচন করাতে হবে বলে কর্মী, সমর্থকদের সামনে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ভবানীপুর তাঁর নিজের কেন্দ্র। ভবানীপুরে ফিরে আসতে পেরে তিনি খুশি বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

দিদির কথার সেই রেশ টেনে মদন মিত্র প্রচারে বেরিয়ে বলেন, ঘরের মেয়ে এবার ঘরে ফিরছেন। প্রত্যেককে জোড়াফুল হাতে দিয়ে বৃহস্পতিবার নেত্রীর হয়ে প্রচার করেন মদন মিত্র।