Mukul Roy: শেষরক্ষা হল না, চেন্নাইতে প্রয়াত মুকুল রায়ের স্ত্রী

বেশ কয়েকদিন ধরে চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়

মুকুল রায়, ফাইল ছবি

কলকাতা, ৬ জুলাই:  প্রয়াত মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। মঙ্গলবার সকালে চেন্নাইয়ের হাসপাতালে মৃত্যু হয় মুকুল রায়ের (Mukul Roy) স্ত্রীর।

সম্প্রতি চিকিৎসার জন্য চেন্নাইতে (Chennai) নিয়ে যাওয়া হয় মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়কে। করোনায় আক্রান্ত হওয়ার পর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে কৃষ্ণা রায়ের। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসারত ছিলেন কৃষ্ণা রায়। ওই সময় কৃষ্ণা রায়কে দেখতে হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষরা। ফোনে তাঁর খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। যা নিয়ে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি।

আরও পড়ুন: Aamir-Kiran: আমির-কিরণের বিচ্ছেদের জন্য দায়ি কে? কটূক্তির মুখে ফাতিমা সানা শেখ

ওই ঘটনার পর আচমকাই বিজেপি (BJP) থেকে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দেন মুকুল রায় এবং তাঁর ছেলে শুভ্রাংশু রায়। এসবের মাঝে চেন্নাইতে চলছিল মুকুল রায়ের স্ত্রীর চিকিৎসা। তবে শেষরক্ষা হল না। চেন্নাইয়ের হাসপাতালে মৃত্যু হয় কৃষ্ণা রায়ের।