Bhatpara Clash: আজ তৃণমূলের প্রতিনিধি দলকে 'জয় শ্রী রামে' স্বাগাত জানাবেন অর্জুন সিং, অপর্না সেনদের 'নজিরবিহীন' কটাক্ষ

অর্জুন সিং। (Photo Credits: Twitter)

ভাটপাড়া, ২৮ জুন: অর্জুন সিংয়ের গড় ভাটপাড়া আজ ফের উত্তপ্ত হওয়ার আশঙ্কা। তৃণমূলের সাত সদস্যের প্রতিনিধি দল আজ ভাটপাড়ায় গিয়ে ঘটনাস্থল ঘুরে দেখে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট জমা দেবেন। আর সেই প্রতিনিধি দলকে জয় শ্রী রাম স্লোগানে স্বাগত জানানো হবে বলে জানালেন ব্যারাকপুরের নব নির্বাচিত বিজেপি সাংসদ।

ডাক্তারদের বিক্ষোভে পাশে দাঁড়ানোর পর এবার ভাটপাড়া কাণ্ডেও ছুটে গেলেন অপর্না সেন সহ রাজ্যের বিশিষ্টজনেরা। নির্বাচন পরবর্তী হিংসায় ক্ষতবিক্ষত ভাটপড়ার পাশে দাঁড়ালেন অপর্ন সেন, কৌশিক সেন-রা। তবে বুদ্ধিজীবীদের ভাটপাড়ায় যাওয়ার পিছনে তৃণমূলের রাজনীতি রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। বুদ্ধিজীবীরা কেন সন্দেশখালি যাচ্ছেন না! এত পরেই বা ভাটপাড়ায় কেন এলেন অর্পন সেনরা তা নিয়ে কটাক্ষ বিজেপি-র। সেই অভিযোগ উড়িয়ে অর্পণা সেন শুরুতেই বলেন,''সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এসেছেন। আম নাগরিক হিসেবেই এটা তাঁর কর্তব্য। এর পিছনে কোনও রাজনৈতিক রং নেই''। আরও পড়ুন- সিঁথিতে সিঁদুর-“বিয়ে করে হিন্দু হয়ে গেলেন নুসরত”? 

ভাটপাড়ায় পরিস্থিতি খতিয়ে দেখার পর অর্পণা সেনের পর্যবেক্ষণ, ওরা নিজেদের মধ্যে গন্ডগোল করছে না। বাইরে থেকে লোক এসে হামলা করেছে। কৌশিক সেনের মতে, তৃণমূল-বিজেপি দুপক্ষের কর্মীদের অবস্থাই এক। এলাকা দখলের লড়াইয়ে ভুক্তভোগী সাধারণ মানুষ।

 

এদিকে, আজ, শুক্রবার ভাটপাড়ায় যাচ্ছেন তৃণমূলের সাত সদস্যের প্রতিনিধি দল। ভাটপাড়ায় যাচ্ছে সাত সদস্যের তৃণমূলের প্রতিনিধি দল। ওই দলটি ঘুরে আসার পর রিপোর্ট দেবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। যা নিয়ে কটাক্ষের সুরে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেছেন, ওরা আবার ঝামেলা বাধাতে এলাকায় আসছে। ওদের জয় শ্রী রাম স্লোগানেই স্বাগত জানানো হবে।''