WB Assembly Elections 2021: মোদির আগমনে বাতিল মমতার জনসভা

সোমবার বারাসতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ধারিত সভা বাতিল হল। শীতল কুচির উত্তাপ এখন গোটা রাজ্যকে তাতিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদি(File Photo)

বারাসত, ১২ এপ্রিল: সোমবার বারাসতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ধারিত সভা বাতিল হল। শীতল কুচির উত্তাপ এখন গোটা রাজ্যকে তাতিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন। দিলীপ ঘোষ ফের শীতলকুচির পুনরাবৃত্তির হুমকি দিয়েছেন। সবমিলিয়ে রাজ্য রাজনীতিতে চলছে তোলপাড়। এমনই অগ্নিগর্ভ পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার সদর শহর বারাসতে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভা ছিল। একই দিনে দু’ঘণ্টার ব্যবধানে বারাসতেই রাজনৈতিক সমাবেশ করতে আসছেন নরেন্দ্র মোদি। দুই রাজনৈতিক প্রতিপক্ষের সমাবেশকে ঘিরে রীতিমতো উত্তাপ ছড়িয়েছিল বারাসতে। এহেন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে সভার দিন বদল করার কথা বলে নির্বাচন কমিশন। উত্তেজনা এড়াতে তৃণমূল শিবির কমিশনের নির্দেশকে মেনে নিয়েছে। আরও পড়ুন-SRH vs KKR IPL 2021: আইপিএলে মর্গ্যান শিবিরের জয়যাত্রা, হায়দরাবাদ সানরাইজার্সকে ১০ রানে হারাল কেকেআর

এই প্রসঙ্গে বারাসত পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অশনি মুখ্যোপাধ্যায় জানিয়েছেন, সোমবার ১২ এপ্রিলের পরিবর্তে তৃণমূলনেত্রীর জনসভা হবে মঙ্গলবার ১৩ এপ্রিল। জানা গেছে, এদিন বারাসত স্টেডিয়ামে দুপুর দেড়টা নাগাদ মমতার সভা ছিল। এর ঠিক পরেই সাড়ে তিনটে নাগাদ বারাসত হেলিপ্যাডে নামবে প্রধানমন্ত্রী কপ্টার। মমতার সভাস্থলে ঢিলছোঁড়া দূরত্বেই তাঁর সমাবেশ হওয়ার কথা। দুই রাজনৈতিক প্রতিপক্ষের মন্তব্যের জেরে উত্তপ্ত হতে পারে বারাসতের পরিস্থিতি। সেটা বুঝেই মমতার সভার দিনক্ষণ বদলে নিতে বলে কমিশন। রাজ্যের পঞ্চম দফা নির্বাচনের আগে আজ মমতা বন্দ্যোপাধ্যায় ৪ জায়গায় জনসভার কর্মসূচির তালিকায় রানাঘাট, বসিরহাট, দমদমের পাশাপাশি উত্তর ২৪ পরগনার বারাসত কেন্দ্রও ছিল। তবে তা পিছিয়ে আগামী কাল ১৩ তারিখ করা হল।

অন্যদিকে রাজ্যের বিধানসভা উপলক্ষে নরেন্দ্র মোদি প্রায় প্রতিদিনই পশ্চিমবঙ্গে যাতায়াত করছেন। বিরোধীরা বলছে, সোনার বাংলা গড়তে ডেলি প্যাসেঞ্জার হয়ে গেছেন প্রধানমন্ত্রী। সোমবার রাজনৈতিক সমাবেশ উপলক্ষে ফের রাজ্যে আসছেন মোদি। এদিন তাঁর তিনটি জনসভা রয়েছে। বর্ধমানের তালিতে প্রথম সভাটি করবেন। তারপর নদিয়ার কল্যাণীতে দ্বিতীয় জনসভা। তৃতীয় অর্থাৎ আজকের শেষ জনসভাটি করার কথা উত্তর ২৪ পরগনার বারাসতে।