WB Assembly Elections 2021: সোয়াইন ফ্লুতে আক্রান্ত তৃণমূল প্রার্থী সোহম, ভর্তি হাসপাতালে

একেই বলে চৈত্রমাসে সর্বনাশ। করোনাকালে ভোট প্রচারের চূড়ান্ত লগ্নে সোয়াইন ফ্লুতে আক্রান্ত অভিনেতা সোহম চট্টোপাধ্যায় (Soham Chatterjee)। আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই বিজেপির প্রার্থী অভিনেতা যশ। সোহমের পরিবারের তরফে জানানো হয়েছে গতকাল রাতে বাইপাস লাগোয়া একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। অভিনেতা রাজনীতিকের শারীরিক অবস্থা স্থিতিশীল।

সোহম চক্রবর্তী(Photo Credits: Facebook)

কলকাতা, ২০ মার্চ: একেই বলে চৈত্রমাসে সর্বনাশ। করোনাকালে ভোট প্রচারের চূড়ান্ত লগ্নে সোয়াইন ফ্লুতে আক্রান্ত অভিনেতা সোহম চট্টোপাধ্যায় (Soham Chakraborty)। আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই বিজেপির প্রার্থী অভিনেতা যশ। সোহমের পরিবারের তরফে জানানো হয়েছে গতকাল রাতে বাইপাস লাগোয়া একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। অভিনেতা রাজনীতিকের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে এখনই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না। নন্দীগ্রামে যেদি মমতা বন্দ্যোপাধ্যায় নমিনেশন জমা দেন, সেদিন সোহম ছিলেন তাঁর সঙ্গে। আরও পড়ুন-WB Assembly Elections 2021: ‘দুয়ারে নয়, বাংলায় হুইল চেয়ারে সরকার’, মমতাকে কটাক্ষ মোদির

উল্লেখ্য, চণ্ডীপুর আসনে দ্বিতীয় দফায় ভোট হচ্ছে আগামী ১ এপ্রিল। সোহম সেখানকার প্রার্থী। প্রার্থী তালিকা প্রকাশের পরেই জোরকদমে প্রচার শুরু করেছিলেন। এর মধ্যেই সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা। ভোটের আগে প্রার্থী প্রচারের ময়দানে না থাকায় ভোটবাক্সে তার প্রভাব পড়বে কি না তা ভাবার বিষয়।



@endif