Anubrata Mondal: গরু পাচার মামলার পর এবার ভোট পরবর্তী হিংসায় অনুব্রত মণ্ডলকে তলব সিবিআইয়ের
সিবিআই পিছু ছাড়ছে না বীরভূমের হাইপ্রোফাইল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ওপর। কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি, তারপর বুকে হাত দিয়ে সিবিআই জেরা সামলে জেলায় ফিরতে না ফিরতেই আবার অনুব্রতকে তলব কেন্দ্রীয় সংস্থার।
কলকাতা, ২৩ মে: সিবিআই পিছু ছাড়ছে না বীরভূমের হাইপ্রোফাইল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ওপর। কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি, তারপর বুকে হাত দিয়ে সিবিআই জেরা সামলে জেলায় ফিরতে না ফিরতেই আবার অনুব্রতকে তলব কেন্দ্রীয় সংস্থার। তবে এবার আর গরু পাচার কাণ্ডে নয়, বীরভূম তৃণমূল সভাপতিকে তলব করা হল ভোট পরবর্তী হিংসা মামলায়। আগামিকাল, মঙ্গলবার তাঁকে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে।
কাল দুপুর ১টার সময় নিজাম প্যালেসে সিজিও কমপ্লেক্সে তলব করে অনুব্রতকে নোটিশ পাঠানো হয়েছে। ভোট পরবর্তী হিংসা মামলায় আগে দু দু'বার বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতিকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। আরও পড়ুন: বিজেপি ছেড়ে তৃণমূলে অর্জুন
দেখুন টুইট
গত বছর বিধানসভা নির্বাচনের পর অনুব্রত-র জেলা বীরভূমে বেশ কয়েকটি অশান্তির ঘটনার অভিযোগ উঠেছিল। বিজেপি-র অভিযোগ অনুব্রত মণ্ডলের নির্দেশেই ভোটের ফলপ্রকাশ পেতেই তৃণমূল কর্মীরা তাদের দলের সমর্থক-নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। যদিও তৃণমূলের দাপুটে নেতা কেষ্ট বিজেপি-র অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেন।