Local Trains Update: পথে সাতটা বাজলে কোথায় যাবে যাত্রীবাহী ট্রেন? জানাল রেল

গন্তব্যের উদ্দেশে রওনা হওয়া ট্রেন সাতটা বাজলে পথে থেমে যাবে না। নির্দিষ্ট গন্তব্যে গিয়ে যাত্রার ইতি টানবে। তবে সাতটা বেজে গেলে শিয়ালদা থেকে আর কোনও লোকাল ট্রেন ছাড়বে না।

Local Train In West Bengal (Photo credit: Wikipedia)

কলকাতা, ৩ জানুয়ারি: রাজ্যে বেড়ে চলা করোনা পরিস্থিতিকে মাথায় রেখে গতকালই আংশিক লকডাউন ঘোষণা করেছেন মুখ্যসচিব। বিধিনিয়মের মধ্যে ছিল লোকাল ট্রেনের (Local Train) চলাচল সন্ধ্যা সাতটাতেই ইতি। তবে গন্তব্যের উদ্দেশে রওনা হওয়া ট্রেন সাতটা বাজলে পথে থেমে যাবে না। নির্দিষ্ট গন্তব্যে গিয়ে যাত্রার ইতি টানবে। তবে সাতটা বেজে গেলে শিয়ালদা থেকে আর কোনও লোকাল ট্রেন ছাড়বে না। একইভাবে রাত সাতটার পর বনগাঁ থেকে কোনও ট্রেন শিয়ালদা বা রানাঘাটের উদ্দেশে রওনা হবে না। পূর্বরেলের অন্য একটি অংশের ট্রেন ছাড়ে হাওড়া থেকে। সেখানেও একই নিয়ম বলবৎ থাকছে। আরও পড়ুন-‘PM Was Arrogant': কৃষি বিল প্রশ্নে প্রধানমন্ত্রীর ব্যবহার ‘ঔদ্ধত্যপূর্ণ’, সত্যপাল মালিক (দেখুন ভিডিও)

এই  প্রসঙ্গে পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, হাওড়া, কাটোয়া, বর্ধমানের মতো কোনও মূল স্টেশন থেকে সন্ধ্যা সাতটার পর লোকাল ট্রেন ছাড়বে না। ৫০ শতাংশ যাত্রী নিয়ে দিনভর ট্রেন চললেও আংশিক লকডাউনের কারণে ট্রেনের সময়সূচির কোনও বদল ঘটছে না। ট্রেন সংখ্যাও কম করা হবে না। তবে দক্ষিণপূর্ব রেলওয়ের তরফে এই সংক্রান্ত কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। এদিকে লোকাল ট্রেনের চলাচলে নিষেধাজ্ঞা জারি হলেও তার প্রভাব পড়বে না দূরপাল্লার ট্রেন চলাচলে।



@endif