West Bengal Weather Update: আগামী ২ দিনে চড়বে পারদ, বসন্তের হাতছানিতে বঙ্গে উধাও শীত

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার একধাক্কায় তাপমাত্রা বেড়েছে দুই ডিগ্রিরও বেশি। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৯ শতাংশ। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে তাপমাত্রার পারদ আরও ৩-৪ ডিগ্রি চড়ে যাবে। এমনকী চলতি সপ্তাহে রাজ্যে বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই। তবে উত্তুরে হাওয়া আর বইছে না।

Heatwave | Representational Image | (Photo Credits: PTI)

কলকাতা, ১২ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার একধাক্কায় তাপমাত্রা বেড়েছে দুই ডিগ্রিরও বেশি। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৯ শতাংশ। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে তাপমাত্রার পারদ আরও ৩-৪ ডিগ্রি চড়ে যাবে। এমনকী চলতি সপ্তাহে রাজ্যে বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই। তবে উত্তুরে হাওয়া আর বইছে না। করোনাকালে শীত (Winter In West Bengal) এবার একের পর এক ভেলকি দেখালো। নভেম্বরের শেষের দিকে কাঁপুনে ঠান্ডার পর ডিসেম্বরে হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছিল উত্তুরে হাওয়া। আরও পড়ুন-Agra Bank Fraud: যোগীর রাজ্যে ভুয়ো অ্যাকাউন্টের দৌলতে ১০টি ব্যাংককে প্রতারণা, ধৃত যুবক

তবে বড়দিনে ফের কাঁপিয়ে ঠান্ডা পড়ে। জানুয়ারির প্রথম সপ্তাহের পরে ফের উধাও শীতবুড়ো। গরম পোশাকে ঘেমে নেয়ে একসা বাঙালি। চড়ুইভাতির মজা উধাও। তবে কী শীতও গেল? না বাঙালির ভাবনাকে ভুল প্রমাণিত করে ফের সংক্রান্তি শীতের দেখা পাওয়া গেল। তবে জানুয়ারির শেষলগ্নে সেভাবে কনকনানি না থাকলেও কুয়াশার চাদরে দৃশ্যমানতা উধাও হয়েছিল দুই বঙ্গেই। তবে ফেব্রুয়ারিতে আকাশ বাতাস কাঁপিয়ে পড়ে ঠান্ডা। ২০০৮-এর পর ফের এবছরের ফেব্রুয়ারির শুরটা ছিল শীতলতম। কিন্তু ১৫ তারিখের আগেভাগেই শীত বিদায়ের ঘণ্টা বেজে গেল। সরস্বতীপুজোর আগেই উধাও ঠান্ডা। সকাল সন্ধেতে হালকা ঠান্ডা অনুভূত হলেও গরমপোশাক গায়ে রাখা যাচ্ছে না। সারাদিন রোদ্দুরে তেজ থাকছে ভালোই।