Winter In West Bengal: আবহাওয়ার ভেলকিতে উধাও শীত, কুয়াশার চাদরে কলকাতা
ভেলকি দেখাচ্ছে আবহাওয়া। কখনও হু হু করে পড়ছে শীত। এক রাতেই তাপমাত্রা বেড়ে গেল ৫ ডিগ্রি। কলকাতার তাপমাত্রা একলাফে বেড়ে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে কুয়াশায় ঢেকেছে প্রিয় শহর। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় থাকবে কুয়াশার চাদর। তবে শুক্রবার থেকে আবহাওয়ার মোড় ঘুরবে। শনিবার পর্যন্ত জাঁকিয়ে শীত অনুভূত হবে। তবে তাপমাত্রা ফের বাড়বে রবিবার থেকে। আগামী দু’দিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও রয়েছে।
কলকাতা, ২০ জানুয়ারি: ভেলকি দেখাচ্ছে আবহাওয়া। কখনও হু হু করে পড়ছে শীত। এক রাতেই তাপমাত্রা বেড়ে গেল ৫ ডিগ্রি। কলকাতার তাপমাত্রা একলাফে বেড়ে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে কুয়াশায় ঢেকেছে প্রিয় শহর। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় থাকবে কুয়াশার চাদর। তবে শুক্রবার থেকে আবহাওয়ার মোড় ঘুরবে। শনিবার পর্যন্ত জাঁকিয়ে শীত অনুভূত হবে। তবে তাপমাত্রা ফের বাড়বে রবিবার থেকে। আগামী দু’দিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও রয়েছে। সিকিমে শুরু হয়েছে তুষারপাত। যতদূর চোখ যায়, সব সাদা। চারদিকে বরফের আস্তরণ। সিকিমে গিয়ে তুষারপাতের সাক্ষী থাকলেন পর্যটকরা। আরও পড়ুন-Jalpaiguri Accident: পাথর বোঝাই ডাম্পারের তলায় চাপা পড়ল কনেযাত্রীর গাড়ি, জলপাইগুড়িতে মৃত ১৪
আলিপুরের হাওয়া অফিস বলছে, জানুয়ারির তৃতীয় সপ্তাহে বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী দু’তিন দিন দিনের একটা বড় সময় কুয়াশার চাদরে ঢাকা থাকবে উত্তরবঙ্গ। সোমবারের থেকে পারদ সামান্য চড়লেও মঙ্গলবারও দক্ষিণবঙ্গে ছিল শীতের আমেজ। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩. ৮ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙের পারদ নামে ৫ ডিগ্রিতে। উত্তর-পশ্চিম হাওয়া দুর্বল হওয়ায় বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে দক্ষিণ-পশ্চিম পূবালি হাওয়ার দাপট বাড়ছে। সেই কারণেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।