IPL Auction 2025 Live

Swati Maliwal Row: 'কেজরির PA-র বিরুদ্ধে আইন পদক্ষেপ করবে কিন্তু রাজ্যপাল বোসের বিরুদ্ধে কিছু হয়নি', তোপ শশী পাঁজার

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে দুটি অভিযোগ থাকলেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ করেন শশী পাঁজা। শুধু তাই নয়, যতক্ষণ না পর্যন্ত আনন্দ বোসের বিরুদ্ধে তদন্তে সম্পূর্ণ হচ্ছে, ততদিন পর্যন্ত ইস্তফা দিয়ে তাঁকে থাকতে হত বলে দাবি করেন রাজ্যের মন্ত্রী।

Shashi Panja (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ১৭ মে: আপ সাসংদ (AAP MP) স্বাতী মালিওয়ালকে (Swati Maliwal) হেনস্থার অভিযোগে যখন উত্তেজনার পারদ চড়ছে, সেই সময় মুখ খুললেন শশী পাঁজা। তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী বলেন, অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আপ্ত সহায়কের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, তার বিরুদ্ধে আইন পদক্ষেপ করবে। কেজরিওয়ালের আপ্ত সহায়ক বিভব কুমারের (Bibhav Kumar) বিরুদ্ধে আইন নিজের পথে চললেও, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি।

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে দুটি অভিযোগ থাকলেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ করেন শশী পাঁজা। শুধু তাই নয়, যতক্ষণ না পর্যন্ত আনন্দ বোসের বিরুদ্ধে তদন্তে সম্পূর্ণ হচ্ছে, ততদিন পর্যন্ত ইস্তফা দিয়ে তাঁকে থাকতে হত বলে দাবি করেন রাজ্যের মন্ত্রী।

আরও পড়ুন:  Swati Maliwal Row: কেজরিওয়ালের আপ্ত সহায়কের হাতে হেনস্থার অভিযোগ স্বাতী মালিওয়ালের, তদন্তে মুখ্যমন্ত্রীর বাসভবনে যেতে পারে দিল্লি পুলিশ

শুনুন কী বললেন শশী পাঁজা...

 

স্বাতী মালিওয়াল অভিযোগ দায়ের করেন এবং তদন্ত শুরু হচ্ছে। অথচ পশ্চিমবঙ্গে আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ থাকলেও, পদক্ষেপ করা হচ্ছে না বলে অভিযোগ করেন শশী পাঁজা।