Subhra kundu Arrest: রোজভ্যালি মামলায় গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডু গ্রেপ্তার
রোজভ্যালি (Rose Valley Case) মামলায় গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে (Subhra kundu) গ্রেপ্তার করল সিবিআই (CBI)। আগেই এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে গৌতম কুণ্ডু। রোজভ্যালির বহু কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে। এমনটাই দাবি সিবিআই গোয়েন্দাদের। শুভ্রা কুণ্ডুকে তোলা হবে ভুবনেশ্বর আদালতে। আমানতকারীদের থেকে রোজভ্যালি যে বিপুল পরিমাণ টাকা তুলেছিল তার একটা বড় অংশের এখনও খোঁজ নেই। সিবিআই-র জেরায় সেই সংক্রান্ত প্রশ্নের জবাব শুভ্রা দিতে পারেননি বলে জানা যাচ্ছে। তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে আর্থিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
কলকাতা, ১৫ জানুয়ারি: রোজভ্যালি (Rose Valley Case) মামলায় গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে (Subhra kundu) গ্রেপ্তার করল সিবিআই (CBI)। আগেই এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে গৌতম কুণ্ডু। রোজভ্যালির বহু কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে। এমনটাই দাবি সিবিআই গোয়েন্দাদের। শুভ্রা কুণ্ডুকে তোলা হবে ভুবনেশ্বর আদালতে। আমানতকারীদের থেকে রোজভ্যালি যে বিপুল পরিমাণ টাকা তুলেছিল তার একটা বড় অংশের এখনও খোঁজ নেই। সিবিআই-র জেরায় সেই সংক্রান্ত প্রশ্নের জবাব শুভ্রা দিতে পারেননি বলে জানা যাচ্ছে। তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে আর্থিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
সিবিআই-র অভিযোগ, গৌতম কুণ্ডুর নির্দেশেই রোজভ্যালির টাকা অন্যত্র পাচার করা হয়েছে। বিদেশেও টাকা পাচার করা হয়ে থাকতে পারে। শুভ্রা কুণ্ডু তদন্তে অসহযোগিতা করছিলেন বলেই অভিযোগ সিবিআই-এর৷ গৌতম কুণ্ডুর গ্রেফতারির পর থেকে শুভ্রা কুণ্ডুই রোজভ্যালির বিভিন্ন সংস্থা চালানোর দায়িত্বে ছিলেন৷ কীভাবে সংস্থা চালানো হবে, জেল থেকেই শুভ্রাকে গৌতম সেই নির্দেশও দিতেন৷ ফলে আমানতকারীদের থেকে সংগৃহীত টাকা কোথায় গেল, সেই তথ্য শুভ্রার কাছে রয়েছে বলেই মনে করছেন সিবিআই আধিকারিকরা৷ আরও পড়ুন: Kolkata: কম সময়ে ১০ লক্ষেরও বেশি SC/ST/OBC সার্টিফিকেট, 'দুয়ারে সরকারে'র সাফল্যে টুইট মুখ্যমন্ত্রীর
২০১৯ সালে রোজভ্যালিকাণ্ডে গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর নামে লুক আউট নোটিস জারি করেছিল ইডি। চিঠি পাঠিয়ে সতর্ক করা হয় ব্যুরো অফ ইমিগ্রেশনকে। তারপরে আজকের এই গ্রেপ্তার। আগামীকাল তাঁকে ভুবনেশ্বরের আদালতে পেশ করে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানাবে সিবিআই৷