Partha Chatterjee: এসএসকেএম থেকে কমান্ড হাসপাতালে আনা হোক পার্থ চট্টোপাধ্যায়কে, হাইকোর্টে ইডি
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে শুক্রবার রাতভর জিজ্ঞাসাবাদ করে ইডি। এরপর শনিবার সকালে গ্রেফতার করা হয় শিল্পমন্ত্রীকে। পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও টানা জিজ্ঞাসাবাদ করা হয়।
কলকাতা, ২৪ জুলাই: কমান্ড হাসপাতালে (Command Hospital) পাঠানো হোক পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এসএসকেএম (SSKM) থেকে স্থানান্তর করে রাজ্যের মন্ত্রীকে কমান্ড হাসপাতালে ভর্তি করা হোক বলে দাবি ইডির। ফলে ব্যাঙ্কশাল কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।ইডির নয়া আবেদনের প্রেক্ষিতে রবিবার বিকেল ৪টে নাগাদ ওই মামলার শুনানি হবে বলে খবর।
প্রসঙ্গত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে শুক্রবার রাতভর জিজ্ঞাসাবাদ করে ইডি (ED)। এরপর শনিবার সকালে গ্রেফতার করা হয় শিল্পমন্ত্রীকে। পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও টানা জিজ্ঞাসাবাদ করা হয়। অর্পিতার বাড়ি থেকে উদ্ধার করা হয় ২১ কোটি ২০ লক্ষ টাকা। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে কার্যত রাজ্য জুড়ে।
আরও পড়ুন: Monkeypox: কেরলের পর দিল্লিতে ধরা পড়ল মাঙ্কিপক্সের প্রথম সংক্রমণ, বাড়ছে আতঙ্ক
শনিবার রাতে পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মন্ত্রীর চিকিৎসা চলছে। যদিও পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশাল বলেই জানানো হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।