Sandeshkhali: 'মুখ্যমন্ত্রী আমাদের খোঁজ নিচ্ছেন না', আক্ষেপ সন্দেশখালির মহিলার

সন্দেশখালির আরও এক মহিলা বলেন, 'এখানে বসবাস ক্রমাগত বিপদজ্জনক হয়ে উঠছে আমাদের জন্য। উত্তর সর্দার, শিবু হাজরাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু ওদের এখনও শাস্তি দেওয়া হয়নি। উত্তর সর্দার, শিবু হাজরার সঙ্গে শেখ শাহজাহানও কোনও শাস্তি পায়নি এখনও পর্যন্ত। '

Sandeshkhali Woman (Photo Credit:ANI/Twitter)

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি: সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে ফের মুখ খুললেন সেখানকার বেশ কয়েকজন মহিলা। ক্যামেরার সামনে হাজির হলেও, সন্দেশখালির মহিলাদের মুখ প্রায় সব সময় ঢাকা থাকছে। এবার ক্যামেরার সামনে হাজির হয়ে সন্দেশখালির এক মহিলা বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আর কী বলব, মুখমন্ত্রী আমাদের খোঁজ নিচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ও  একজন মহিলা, আমরাও মহিলা। যদি মুখ্যমন্ত্রী আমাদের কাছে না আসেন, তাহলে আমাদের পরিস্থিতি কী হতে পারে' বলে আশঙ্কা প্রকাশ করেন ওই মহিলা।

আরও পড়ুন: Sandeshkhali: 'পাকিস্তানের মত বাংলায়ও মহিলাদের উপর অত্যাচার হচ্ছে', অভিযোগ লকেটের

শুনুন কী বললেন ওই মহিলা...

 

সন্দেশখালির আরও এক  মহিলা বলেন, 'এখানে বসবাস ক্রমাগত বিপদজ্জনক হয়ে উঠছে আমাদের জন্য। উত্তর সর্দার, শিবু হাজরাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু ওদের এখনও শাস্তি দেওয়া হয়নি। উত্তর সর্দার, শিবু হাজরার সঙ্গে শেখ শাহজাহানও কোনও শাস্তি পায়নি এখনও পর্যন্ত। আমারা আমাদের মানসম্মান নিয়ে বাঁচতে চাই। মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও তিনি আমাদের কষ্ট বুঝছেন না। আমরা ভেবেছিলাম মুখ্যমন্ত্রী এসে আমাদের সঙ্গে কথা বলবেন কিন্তু আমেদের উপর যারা আক্রমণ করছে, তাদের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন।'

শুনুন কী বললেন ওই মহিলা...