Kolkata: আইসোলেশনে থাকা রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত সাগরদত্ত মেডিকেল কলেজ, ভাঙচুর
রোগী মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র সাগরদত্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল (Sagore Dutta Medical and Hospital)। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, সম্প্রতি জ্বর ও সর্দি কাশি, শ্বাসকষ্ট নিয়ে তৃতীয় লিঙ্গের এক সদস্য হাসপাতালে ভর্তি হন। তিনি আইসোলেশনে (Isolation) চিকিৎসাধীন ছিলেন। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। কিন্তু শুক্রবার সকালে আচমকাই তাঁর অবস্থার অবনতি হয়। এরপর তাঁর মৃত্যু হয়।
কলকতা, ১ মে: রোগী মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র সাগরদত্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল (Sagore Dutta Medical and Hospital)। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, সম্প্রতি জ্বর ও সর্দি কাশি, শ্বাসকষ্ট নিয়ে তৃতীয় লিঙ্গের এক সদস্য হাসপাতালে ভর্তি হন। তিনি আইসোলেশনে (Isolation) চিকিৎসাধীন ছিলেন। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। কিন্তু শুক্রবার সকালে আচমকাই তাঁর অবস্থার অবনতি হয়। এরপর তাঁর মৃত্যু হয়।
এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃতের সঙ্গীরা হামলা চালান হাসপাতালে। আইসোলেশন ওয়ার্ড, হাসপাতালের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ। পুলিশের সামনেও চলে হামলা। এরপর নামামো হয় ব়্যাফ। দীর্ঘক্ষণ পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। আরও পড়ুন: Coronavirus Outbreak: কেন্দ্র বলছে রাজ্যে রেড জোনের সংখ্যা ১০, চিঠি পাঠিয়ে রাজ্য বলল ৪
হাসপাতালের তরফে জানানো হয়েছে, ওই রোগীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কিন্তু রিপোর্ট এখনও আসেনি। তার আগেই তাঁর মৃত্যু হয়েছে। কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখা হবে। আপাতত, হাসপাতালের আইসোলেশন ও জরুরি বিভাগে পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।