Russia-Ukraine War: রাশিয়ার বোমাবর্ষণের মাঝে পড়ুয়ারা, ইউক্রেনে আটকে পরা ভারতীদের নিয়ে উদ্বেগ মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিদেশ মন্ত্রকের কাজ নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। কারণ বিদেশ মন্ত্রক যখন কাজ করে, সেখানে দেশের হয়ে প্রত্যেকে এক। কিন্তু ইউক্রেনে যে ভারতীয়রা বিশেষ করে পড়ুয়ারা আটকে রয়েছেন, তাঁদের উদ্ধারের গতি কখনও শ্লথ হচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee On Russia-Ukraine War (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ২ মার্চ:  রাজ্যে পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (TMC) একচেটিয়া আধিপত্যের খবর পেয়েই উত্তরপ্রদেশে (Uttar Pradesh)  উড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির হয়ে প্রচার করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। অখিলেশ যাদবের হয়ে প্রচার শুরুর আগে বিমানবন্দরে সাংবাদিকদের সামনে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মুখ খোলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিদেশ মন্ত্রকের কাজ নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। কারণ বিদেশ মন্ত্রক যখন কাজ করে, সেখানে দেশের হয়ে প্রত্যেকে এক। কিন্তু ইউক্রেনে (Ukraine) যে ভারতীয়রা বিশেষ করে পড়ুয়ারা আটকে রয়েছেন, তাঁদের উদ্ধারের গতি কখনও শ্লথ হচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও নিজেদের মধ্য সম্মন্বয় সাধনের অভাব আবার কখনও রাজনৈতিক মত পার্থক্যের জেরে উদ্ধারে কাজে দেরি হচ্ছে। তার জেরেই ইউক্রেনে পড়ুয়ারা আটকে রয়েছেন বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:  Russia-Ukraine War: তৃতীয় বিশ্বযুদ্ধে পরমাণু হামলার ফল ধ্বংসাত্মক হতে পারে, সতর্ক করল রাশিয়া

 

দেশের পড়ুয়ারা কখনও ইউক্রেনের বাঙ্কারে আশ্রয় নিচ্ছেন আবার কখনও রোমানিয়ায় গিয়ে তাঁদের অপেক্ষা করতে হচ্ছে উদ্ধারের অপেক্ষায়। ফলে কখনও খাবারের অভাব, কখনও জলের অভাবে পড়ুয়াদের ভুগতে হচ্ছে বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। (Russia) রাশিয়া-ইউক্রেনের দ্বন্দ্ব নিয়ে যদি সরকার আগে থেকেই অবগত থাকে, তাহলে বর্তমান পরিস্থিতির আগে কেন পড়ুয়াদের দেশে ফেরানো হল না বলে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।