RG Kar Hospital: 'গত ৩০ বছরে এমন দেখিনি', আরজি কর-কাণ্ডে মন্তব্য Supreme Court-এর প্রধান বিচারপতির

হাসপাতালে সহকারী সুপার কে, ৯ অগাস্টের ঘটনার পর তাঁর আচরণ নিয়েও সন্দেহ প্রকাশ করা হয় সুপ্রিম কোর্টের তরফে। পাশাপাশি কলকাতা পুলিশের যে অফিসার চিকিৎসক ধর্ষণ, খুনের অভিযোগ দায়ের করেছিলেন, পরবর্তী শুনানিতে তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

Supreme Court (Photo Credit: Wikimedia Commons)

কলকাতা, ২২ অগাস্ট: 'রাজ্য সরকার যেভাবে যা করছে এই মামলায়, তা ৩০ বছরের কর্মজীবনে দেখিনি' আরজি করে (RG Kar) চিকিৎসক ধর্ষণ, খুন মামলায় (Kokata Doctor Death) এমনই মন্তব্য করলেন প্রধান বিচারপতি পারদিওয়ালা। সেই সঙ্গে হাসপাতালে সহকারী সুপারের গত ৯ অগাস্টের ঘটনার পরের আচরণ নিয়েও সন্দেহ প্রকাশ করা হয় সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফে। পাশাপাশি কলকাতা পুলিশের যে অফিসার চিকিৎসক ধর্ষণ, খুনের অভিযোগ দায়ের করেছিলেন, পরবর্তী শুনানিতে তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

হাসপাতাল কেন অভিযোগ দায়ের করেনি বলে আজ প্রশ্ন তোলা হয় সুপ্রিম কোর্টের তরফে। যার প্রেক্ষিতে রাজ্যের তরফে জানানো হয় নির্যাতিতার বাবা কোনও ধরনের অভিযোগ দায়েরে নিষেধ করেন। যা শুনে বাবা হাজির আদালতে, তাঁকে জিজ্ঞাসা করা হোক বলে জানানো হয় কেন্দ্রের সলিসিটার জেনারেল।

আরও পড়ুন: RG Kar Hospital: ময়নাতদন্তের সময় নিয়ে প্রশ্ন, অপরাধের জায়গা সিল করতে দেরি কেন? প্রশ্ন Supreme Court-এর

গত ৯ অগাস্ট আরজি করে চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমে এক চিকিৎসক পড়ুয়ার উপর নৃশংস নির্যাতন চালিয়ে তাঁকে খুন করা হয়। যে ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে রাজ্য-সহ গোটা দেশের মানুষ প্রতিবাদ করে পথে নামেন। এরপর ওই মামলার দায়িত্বভার কলকাতা হাইকোর্ট পুলিশের হাত থেকে সরিয়ে সিবিআইকে (CBI) দেয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের মাঝে সুপ্রিম কোর্টে এ বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। যার জেরে এই নিয়ে আরজি কর-কাণ্ডে পরপর ২বার শুনানি চলছে দেশের শীর্ষ আদালতে।