RG Kar Case: দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ Sandip Ghosh, শুনানি শুক্রবার

৯ অগাস্ট আরজি কর হাসপাতালে চেস্ট মেডিসিনের সেমিনার রুম থেকে উদ্ধার হয় চিকিৎসকের মৃতদেহ। তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হয় তোলপাড়।

Sandip Ghosh (Photo Credit: ANI/X)

কলকাতা, ৪ সেপ্টেম্বর: সিবিআইয়ের (CBI) দুর্নীতির মামলার বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আগামী ৬ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার সন্দীপ ঘোষের আবেদনের শুনানি হবে দেশের শীর্ষ আদালতে। এর আগে হাইকোর্টে আবেদন জানান সন্দীপ ঘোষ কিন্তু তা খারিজ করে দেওয়া হয়। ফলে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এবা সুপ্রিম কোর্টের দ্বারস্থ।

আরও পড়ুন: Sandip Ghosh Suspended: ফৌজদারি মামলা চলায় সিবিআই গ্রেফতারির পর সন্দীপ ঘোষকে সাসপেন্ড রাজ্যের

৯ অগাস্ট আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) চেস্ট মেডিসিনের সেমিনার রুম থেকে উদ্ধার হয় চিকিৎসকের মৃতদেহ। তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হয় তোলপাড়। আরজি কর-কাণ্ড এরপর সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার পর টানা জিজ্ঞাসাবাদের পর সম্প্রতি গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে। তবে ধর্ষণ, খুন-কাণ্ডে নয়, দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই।

এবার সিবিআইয়ের গ্রেফতারির বিরুদ্ধে আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ।