RG Kar Case: Sandip Ghosh ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে আটক ইডির, বললেন, 'যা জানা ছিল, সব বলে দিয়েছি'
আটকের পর প্রসূন চট্টোপাধ্যায় জানান, তাঁকে যা জিজ্ঞেস করা হয়েছে, তিনি সবকিছুর জবাব দিয়েছেন। দীর্ঘ ৬, ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করে কেন্দ্রীয় তদন্তকারী দল। আটকের পর প্রসূন বলেন, 'যা জানা ছিল, সব বলে দিয়েছি।'
কলকাতা, ৬ সেপ্টেম্বর: আরজি করে (RG Kar) আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষের (Sandip Ghosh) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রসূন চট্টোপাধ্যায়কে (Prasun Chtterjee) আটক করল ইডি (ED)। নিজেকে সন্দীপ ঘোষের পিএ বলে পরিচয় দিতেন প্রসূন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পিএ হিসেবে পরিচয় দেওয়া প্রসূন চট্টোপাধ্যায়কে আজ তাঁর সুভাষগ্রামের বাড়ি থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা গ্রেফতার করেন। কেন্দ্রীয় জওয়ানদের ঘেরাটোপে প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করে নিয়ে যায় ইডি।
আটকের পর প্রসূন চট্টোপাধ্যায় জানান, তাঁকে যা জিজ্ঞেস করা হয়েছে, তিনি সবকিছুর জবাব দিয়েছেন। দীর্ঘ ৬, ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করে কেন্দ্রীয় তদন্তকারী দল। আটকের পর প্রসূন বলেন, 'যা জানা ছিল, সব বলে দিয়েছি।'
প্রসূন চট্টোপাধ্যায়কে যখন আটক করে নিয়ে যান ইডি আধিকারিকরা, সেই সময় স্থানীয় মহিলারা 'আমরা বিচার চাই' বলে স্লোগান দিতে শুরু করেন।