RG Kar Case: ভোররাতে মুখ্যমন্ত্রীকে মেল করা হয়েছে, জানালেন স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত চিকিৎসকরা

বুধবার স্বাস্থ্য ভবনের সামনে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল গেলে, সেখানে তাঁকে শুনতে হয় 'গো-ব্যাক' স্লোগান। যা শুনে পালটা মুখ খোলেন বিজেপি নেত্রী। তিনি বলেন, স্বাস্থ্য ভবনের পাশে বিজেপির অফিস। সেখানেই তিনি এসেছেন বলে জানান অগ্নিমিত্রা।

Junior Doctor's Protest InFront Of Swasthya Bhawan (Photo Credit: Facebook/Screengrab)

কলকাতা, ১১ সেপ্টেম্বর:  স্বাস্থ্য অধিকর্তা, কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ-সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে একটানা ধরনায় জুনিয়র ডাক্তাররা (Junior Doctors Protest)। ফিয়ার্স লেনের ২২ ঘণ্টা আন্দোলনের সময় পার করে, এবার স্বাস্থ্য ভবনে সামনে একটানা ধরনা শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। বুধবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন চিকিৎসকরা। তাঁরা জানান, ভোর ৩.৫০-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তাঁরা মেল করেছেন। তবে এখনও পর্যন্ত সেই ইমেলের পালটা জবাব তাঁরা পাননি বলে জানান জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি যতক্ষণ না পর্যন্ত তাঁদের দাবি শোনা হচ্ছে, মানা হচ্ছে, ততক্ষণ আন্দোবন চলবে বলেও জানান চিকিৎসকরা।

আরও পড়ুন: RG Kar Case: এবার সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতাকে তলব করল ইডি

প্রসঙ্গত বুধবার স্বাস্থ্য ভবনের সামনে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল গেলে, সেখানে তাঁকে শুনতে হয় 'গো-ব্যাক' স্লোগান। যা শুনে পালটা মুখ খোলেন বিজেপি নেত্রী। তিনি বলেন, স্বাস্থ্য ভবনের পাশে বিজেপির অফিস। সেখানেই তিনি এসেছেন। দু দিক থেকে রাস্তা বন্ধ। তাই বাধ্য হয়ে চিকিৎসকদের আন্দোলনস্থল পেরিয়ে তাঁকে যেতে হচ্ছে। তিনি আন্দোলনে যোগ দিতে যাননি। তবে জুনিয়র ডাক্তাররা যতই তাঁকে 'গো-ব্যাক' স্লোগান দিন না কেন, দিদি হিসেবে তিনি সব সময় তাঁদের পাশে রয়েছেন বলে জানান অগ্নিমিত্রা পাল।