RG Kar Case: সন্দীপ ঘোষের নারকো টেস্ট করাতে চাইছে সিবিআই, সূত্র
আরজি কর-কাণ্ডের তদন্ত চলাকালীন সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করে চিকিৎসক ধর্ষণ, খুনের জেরে। ফলে আর্থিক দুর্নীতির পর ধর্ষণ, খুনের অভিযোগ সন্দীপ ঘোষের গ্রেফতারির পর এবার তাঁর নারকো টেস্ট করাতে চাইছে সিবিআই।
কলকাতা, ২০ সেপ্টেম্বর: এবার সন্দীপ ঘোষের (Sandip Ghosh) নারকো টেস্ট করাতে চাইছে সিবিআই। তবে বাংলায় নয়, সন্দীপকে গুজরাটে (Gujarat) নিয়ে গিয়ে তাঁর নারকো টেস্ট করাতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। গুজরাটে গিয়ে যাতে সন্দীপের নারকো টেস্ট করানো যায়, সে বিষয়ে আদালতের কাছে সিবিআই আবেদন করবে বলে সূত্রের খবর। প্রসঙ্গত আরজি কর-কাণ্ডের তদন্ত চলাকালীন সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করে চিকিৎসক ধর্ষণ, খুনের জেরে। ফলে আর্থিক দুর্নীতির পর ধর্ষণ, খুনের অভিযোগ সন্দীপ ঘোষের গ্রেফতারির পর এবার তাঁর নারকো টেস্ট করাতে চাইছে সিবিআই।
আরও পড়ুন: RG Kar Hospital: দায়িত্ব পেয়েই আর জি কর হাসপাতাল পরিদর্শনে কলকাতার নয়া পুলিশ কমিশনার, দেখুন ভিডিয়ো
প্রসঙ্গত এর আগে আরজি কর-কাণ্ডে অভিযুক্তসঞ্জয় রায়ের নারকে টেস্ট করাতে চায় সিবিআই। কিন্তু সঞ্জয় নারকো টেস্টের অনুমতি দেয়নি। ফলে সিবিআই চাইলেও, অভিযুক্তের সম্মতি না থাকায় সঞ্জয় রায়ের নারকো টেস্ট করা যাবে না বলে আদালতের তরফে জানানো হয়।