RG Kar Case: নির্যাতিতা চিকিৎসকের শরীরে ছিল অসংখ্য কামড়ের দাগ, জেলে গিয়ে সঞ্জয় রায়ের দাঁতের ছাপ সংগ্রহ করল সিবিআই
সঞ্জয় রায়ের সঙ্গে সন্দীপ ঘোষও রয়েছেন প্রেসিডেন্সি জেলে। তবে পৃথক সেলে। আরজি কর-কাণ্ডের জেরে একই জেলে থাকলেও সঞ্জয় রায়ের সঙ্গে যাতে সন্দীপ ঘোষের সাক্ষাৎ না হয়, তার জন্যই তাদের পৃথক জায়গায় রাখা হয়েছে।
কলকাতা, ১২ সেপ্টেম্বর: এবার জেলে গিয়ে সঞ্জয় রায়ের (Sanjay Roy) দাঁতের ছাপ সংগ্রহ করল সিবিআই (CBI)। বৃহস্পতিবার সকালে সিবিআই আধিকারিকরা সঞ্জয় রায়ের টিথ ইম্প্রেশন বা দাঁতের ছাপ সংগ্রহ করেন প্রেসিডেন্সি জেলে (Jail) গিয়ে। প্রেসিডেন্সি জেলে গিয়ে সিবিআই আধিকারিকরা প্রথমে সঞ্জয় রায়ের দাঁতে একটি তরল পদার্থ লাগিয়ে দেন। এরপর সেখানে বিভিন্নভাবে তাকে কামড়াতে বলেন। আরজি করে নির্যাতিতা চিকিৎসকের শরীরে একাধিক কামড়ের দাগ দেখা যায়। সেই কামড় কি সঞ্জয় রায়েই ছিল, তা খতিয়ে দেখতে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের দাঁতের ছাপ বিভিন্নভাবে সংগ্রহ করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।
প্রসঙ্গত সঞ্জয় রায়ের সঙ্গে সন্দীপ ঘোষও (Sandip Ghosh) রয়েছেন প্রেসিডেন্সি জেলে। তবে পৃথক সেলে। আরজি কর-কাণ্ডের জেরে একই জেলে থাকলেও সঞ্জয় রায়ের সঙ্গে যাতে সন্দীপ ঘোষের সাক্ষাৎ না হয়, তার জন্যই তাদের পৃথক জায়গায় রাখা হয়েছে।
আরও পড়ুন: RG Kar Case: এবার সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতাকে তলব করল ইডি
গত ৯ অগাস্ট রাতে আরজি করের সেমিনার রুমে এক চিকিৎসকের উপর নির্মম অত্যাচার চালানো হয়। ধর্ষণের পর তাঁকে খুন করা হয়। ঘটনার পরদিন ওই চিকিৎসক তরুণীর মৃতদেহ উদ্ধারের পর গোটা রাজ্য উত্তাল হয়ে ওঠে। আরজি কর-কাণ্ডের পর সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ। তবে পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। তারপর থেকেই এই মামলার জোরদার তদন্ত শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।