Mamata Banerjee: নবান্নে ফোনে যোগাযোগ করা বাংলার ১৮ জন পড়ুয়াকে মণিপুর থেকে আনা হল রাজ্যে

অগ্নিগর্ভ মণিপুর। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের অংশে আগুন জ্বলছে। বিভিন্ন রাজ্যে সেখানে যাওয়া মানুষরা অসহায় হয়ে পড়েছেন

18 Students of West Bengal studying at Imphal. (Photo Credits: Mamata Banerjee, Twitter)

কলকাতা, ৮ মে: অগ্নিগর্ভ মণিপুর। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের অংশে আগুন জ্বলছে। বিভিন্ন রাজ্যে সেখানে যাওয়া মানুষরা অসহায় হয়ে পড়েছেন। মণিপুরে অগ্নিগর্ভ পরিস্থিতিতে আটকে পড়া বেশ কয়েকজন পড়ুয়া নবান্নের কন্ট্রোল রুমে সাহায্য চেয়ে ফোন করেছিলেন। সেইসব পড়ুয়াদের রাজ্য সরকার নিজেদের খরচায় ১৮ জন ছাত্র-ছাত্রীদের ইম্ফল থেকে ফিরিয়ে আনল।

সোমবার সকাল ১০টা ১৫ নাগাদ ইম্ফল থেকে বিশেষ বিমানে দমদম বন্দরে নামলেন মণিপুরে পড়াশোনা করতে যাওয়া বাংলার পড়ুয়ারা। পড়ুয়াদের ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ইম্ফেলর কৃষি কলেজে, সেন্ট্রাল কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএসসি, এমএসসি, পিইডি পড়তে যাওয়া ১৮ জন পড়ুয়াদের বিশেষ বিমানে কলকাতায় ফিরিয়ে আনা হয়েছে। সেখানে পড়তে যাওয়া ছাত্রছাত্রীরা নবান্নের কন্ট্রোল রুমে সাহায্য চেয়ে ফোন করেছিলেন। আরও পড়ুন-Assam: নির্মম! দত্তক শিশুকে বেধে গরম ছ্য়াঁকা, রড দিয়ে মারধর, অসমে গ্রেফতার দম্পতি

দেখুন মমতার টুইট

মণিপুরে আটকে থাকা বাকিদের নিরাপদে ফেরত আনার জন্যও সব রকম চেষ্টা চলছে বলে মমতা টুইট করেন।