Rampurhat Incident: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপরই আনারুলকে গ্রেফতার করল পুলিশ
বীরভূমে তৃণমূলের ব্লক সভাপতি আনারুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ। তারাপীঠ মন্দিরের কাছ থেকে গ্রেফতার করা হল তৃণমূলের ব্লক সভাপতিকে।
বোলপুর, ২৪ মার্চ: বীরভূমে তৃণমূলের ব্লক সভাপতি আনারুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ। তারাপীঠ মন্দিরের কাছ থেকে গ্রেফতার করা হল তৃণমূলের ব্লক সভাপতিকে। বৃহস্পতিবার বগটুইয়ে পৌঁছে স্থানীয় ব্লক সভাপতি আনারুলকে গ্রেফতারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। পাশপাশি এও জানান, আনারুল আত্মসমর্পণ করলে ভাল। না হলে, পুলিশ তাঁকে খুঁজে বের করে গ্রেফতার করুক বলে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী (West Bengal CM)।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপরই পুলিশ (Police) পৌঁছে যায় আনারুল ইসলামের বাড়ি। পুলিশ আনারুলের বাড়িতে পৌঁছে গেলেও, সেখানে তাঁর খোঁজ মেলেনি। যদিও আনারুল ইসলামকে গ্রেফতারির নির্দেশ দিতেই তিনি জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে মন্তব্য করেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে স্থানীয় লোকজন মিথ্যে অভিযোগ করছেন বলেও দাবি করেন আনারুল ইসলাম।
আরও পড়ুন: Rampurhat Incident: মুখ্যমন্ত্রীর নির্দেশ পেতেই আনারুলকে গ্রেফতার করতে ব্লক সভাপতির বাড়িতে পুলিশ
আনারুল ইসলাম জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে জানালেও, তার আগে তারাপীঠ মন্দিরের কাছ থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে।