Ramakrishna Mission Monks Upset: বিবেকানন্দের জন্মবার্ষিকীতে সিএএ নিয়ে বেলুড় মঠে ভাষণ নরেন্দ্র মোদির, অসন্তুষ্ট রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণে এবার ক্ষুব্ধ রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয়। সোমবার মিশনের এক সদস্য গৌতম রায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে জানান, বেলুড় মঠের মতো 'অরাজনৈতিক' মঞ্চে দাঁড়িয়ে 'রাজনৈতিক' বিষয়ে ভাষণ দেওয়া একেবারেই শোভনীয় নয়।

বেলুড় মঠে নরেন্দ্র মোদি (Picture Credits: ANI)

কলকাতা, ১৩ জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) আচরণে এবার ক্ষুব্ধ রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় (Ramakrishna Mission Head Quarter)। সোমবার মিশনের এক সদস্য গৌতম রায় (Gautam Roy) প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে জানান, বেলুড় মঠের মতো 'অরাজনৈতিক' মঞ্চে দাঁড়িয়ে 'রাজনৈতিক' বিষয়ে ভাষণ দেওয়া একেবারেই শোভনীয় নয়।

গতকাল স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী (Swami Vivekananda Birth Anniversary) উপলক্ষে প্রধানমন্ত্রী বেলুড় মঠে (Belur Math) বক্তৃতা দেন। সেখানে তিনি সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) নিয়ে ভাষণ দেন। এই বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন গৌতম রায়। তিনি আরও জানান,"রামকৃষ্ণ মিশনের মত জায়গায় দাঁড়িয়ে বিতর্কিত রাজনৈতিক বার্তা দিয়ে গেলেন এই ঘটনায় আমি গভীরভাবে আহত।"

আরও পড়ুন, 'কিছু লোক রাজনৈতিক কারণে নাগরিক আইন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে' বিবেকানন্দের জন্মদিনে ভাষণ দিয়ে বললেন নরেন্দ্র মোদি, সন্ন্যাসীদের সঙ্গে তুললেন গ্রুপ সেলফি

তিনি 'দ্য হিন্দু' কে জানান, দুটি জিনিস আমি পরিষ্কার করে বলুন। প্রথমত, রামকৃষ্ণ মিশন একটি পবিত্র প্রতিষ্ঠান। তিনি সেখানে গিয়ে কীকরে এধরণের মন্তব্য করলেন? তাঁকে সেখানে কেই রাজনৈতিক ভাষণ দিতে ডাকে নি। আমার আরও মনে হয় বিগত কিছু বছর ধরে রামকৃষ্ণ মিশন রাজনীতিতে জড়িয়ে পড়ছে। এর একটা কারণ হিসেবে হতে পারে উপর মহলে কিছু মানুষ আছেন যাঁরা আরএসএস-র সঙ্গে সংযুক্ত। তবে বেলুড়ের জেনারেল সেক্রেটারি জানান,"আমরা একটি অরাজনৈতিক সংস্থা। আমাদের সংস্থা তাঁর বক্তৃতার বিষয়ে কোনও মন্তব্য করবে না।"

গতকাল দু'দিনের  কলকাতা (Kolkata) সফরে স্বামী বিবেকানন্দের জন্মদিনে বেলুড়ে পুজো দেন প্রধানমন্ত্রী। মঠে মঙ্গল আরতি এবং প্রার্থনা সভাতেও অংশ নেন। তারপরেই স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে মঞ্চে উঠে তিনি বলেন, 'কিছু লোক রাজনৈতিক কারণে নাগরিক আইন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।'