Swami Smaranananda Maharaj Hospitalised: শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ
শারীরিক অসুস্থতার কারণে হাসাপাতালে ভর্তি রামকৃষ্ণ মঠও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ (Swami Smaranananda Maharaj Hospitalised)।
কলকাতা, ৯ মার্চ: শারীরিক অসুস্থতার কারণে হাসাপাতালে ভর্তি রামকৃষ্ণ মঠও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ (Swami Smaranananda Maharaj Hospitalised)। মিশন সূত্রের খবর বুধবার সকালে আচমকাই অসুস্থ বোধ করেন নবতীপর মহারাজ স্বামী স্মরণানন্দ। তড়িঘড়ি তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন মহারাজ। হাসপাতাল সূত্রের খবর, এখন স্মরণানন্দ মহারাজের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে। আরও পড়ুন-Ukraine Russia War: যুদ্ধের বাজারে ভুয়ো তথ্য এড়াতে ইউক্রেন রাশিয়ার নেটিজেনদের ইনস্টাগ্রাম ফলোয়ার তালিকা উধাও
চিকিৎসক অজয় সরকারের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। ৯০-এর উপরে বয়স মহারাজের তাই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনওরকম ঝুঁকি নেওয়া হচ্ছে না। এখন আপাতত মহারাজের অক্সিজেন সাপোর্টের প্রয়োজন নেই। তবে স্নায়ু-সহ বাকি বিভাগের চিকিৎসকও তাঁকে দেখবেন। এছাড়াও বেলুর মঠের চিকিৎসকরা যেহেতু মহারাজের চিকিৎসা করেন, তাই তাঁদের মতামতও নেওয়া হচ্ছে।
স্বামী আত্মস্থানন্দের প্রয়াণের পর ২০১৭-র ১৭ জুলাই স্মামী স্মরণানন্দ মহারাজকে রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয়। তিনি হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ।