R.G. Kar Hospital: নির্যাতিতা চিকিৎসকের নাম, ছবি, ভিডিয়ো সরান শিগগিরই, আরজি কর-কাণ্ডে সুপ্রিম নির্দেশ

চিকিৎসক পড়ুয়ার সুবিচারের দাবিতে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। যেখানে আরজি কর-কাণ্ডে রাজ্যকে ভর্ৎসনা করা হয়, তেমনি জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশও দেওয়া হয়।

RG Kar Protest (Photo Credits: X)

দিল্লি, ২০ অগাস্ট: আরজি করে (R.G. Kar Hospital) নির্যাতিতা তরুণী চিকিৎসকেরর (Kolkata Doctor) নাম, ছবি, ভিডিয়ো কিংবা কোনও তথ্য যেন সোশ্যাল মিডিয়ায় না থাকে। সোশ্যাল মিডিয়া (Social Media) থেকে শুরু করে যদি কোনও সংবাদমাধ্যমেও নির্যাতিতার নাম, পরিচয় কিংবা ভিডিয়ো থাকে,তাহলে এখনই তা সরিয়ে ফেলতে হবে। সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফে মঙ্গলবার এমনই নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: R.G. Kar Hospital: আরজি করে 'ভয়ের ঘটনা', 'বহিরাগতরা হাসপাতালে হামলা চালাল কীভাবে, রাজ্য কেন রুখতে পারল না'? প্রশ্ন সুপ্রিম কোর্টের

গত ৯ অগাস্ট আরজি করে পাশবিক অত্যাচার করা হয় এক চিকিৎসক পড়ুয়ার উপর। নারকীয় অত্যাচারের পর খুন করা হয় ওই চিকিৎসককে। যে খবর প্রকাশ্যে আসতেই, তা নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ।

চিকিৎসক পড়ুয়ার সুবিচারের দাবিতে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। যেখানে আরজি কর-কাণ্ডে রাজ্যকে ভর্ৎসনা করা হয়, তেমনি জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশও দেওয়া হয়। সেই সঙ্গে আরজি করের পাহারায় কলকাতা পুলিশকে (Kolkata Police) সরিয়ে সেখানে সিআইএসএফ মোতায়নের কথা জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এসবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় যাতে কোনওভাবে নির্যাতিতার পরিচয় বা ছবি প্রকাশ করা না হয়, সে বিষয়েও কড়া নির্দেশ দেওয়া হয়।