R.G. Kar Hospital: সিবিআই তুলে নিয়ে গেল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ Sandip Ghosh-কে
সন্দীপ ঘোষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আরজিকর কাণ্ডের পর থেকে তিনি ভয়ে রয়েছেন। তাঁর জীবনের ঝুঁকি রয়েছে। এই দাবিতে এবার পুলিশি নিরাপত্তা চান সন্দীপ ঘোষ।
কলকাতা, ১৬ অগাস্ট: সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) তুলে নিয়ে গেল সিবিআই (CBI)। মাঝ রাস্তা থেকে সন্দীপ ঘোষকে তুলে নিয়ে যান সিবিআই আধিকারিকরা। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের R.G. Kar Hospital) প্রাক্তন অধ্যক্ষকে। প্রসঙ্গত বেশ কয়েকবার সন্দীপ ঘোষকে তলব করে সিবিআই। তবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ডাকেও সেখানে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হননি সন্দীপ ঘোষ। এরপরই শুক্রবার মাঝ রাস্তা থেকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে তুলে নিয়ে যান সিবিআই আধিকারিকরা।
প্রসঙ্গত সন্দীপ ঘোষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আরজিকর কাণ্ডের পর থেকে তিনি ভয়ে রয়েছেন। তাঁর জীবনের ঝুঁকি রয়েছে। এই দাবিতে এবার পুলিশি নিরাপত্তা চান সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের আবেদনের প্রেক্ষিতে রাজ্য সরকার যাতে তাঁকে নিরাপত্তা দেয়, সেই কথা জানায় আদালত।
আদালতের দ্বারস্থ হওয়ার পরপরই এবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় সিবিআই।