R.G. Kar Hospital: চিকিৎসক খুনের ঘটনায় CBI-এর হাতে তদন্তভার দিতে দেরি কেন, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন বিজেপির

চিকিৎসক খুনের পর প্রথম ৪৮ ঘণ্টা গুরুত্বপূর্ণ ছিল। ওই সময়ে কেন মুখ্যমন্ত্রী এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিলেন না, তা নিয়ে প্রশ্ন তোলে গেরুয়া শিবির। ঘটনার পরপরই যদি সিবিআইয়ের হাতে তদন্তভার যেত, তাহলে ফল আরও শিগগিরই বের হত বলে মন্তব্য করা হয় বিজেপির তরফে।

RG Kar Medical College and Hospital (Photo Credits: X)

কলকাতা, ১৪ অগাস্ট: আরজিকরে মহিলা চিকিৎসকের উপর নির্যাতন এবং খুনের প্রতিবাদে উত্তাল প্রায় গোটা দেশ। আরজিকরে (R.G. Kar Hospital) ট্রেনি চিকিৎসকের খুনের (Kolkata Doctor Death) ঘটনার তদন্তভার সিবিআইয়ের (CBI) হাতে দিতে এতটা বেশি সময় কেন নেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার এমন প্রশ্ন তোলা হচ্ছে বিজেপির তরফে। প্রসঙ্গত আরজিকরের ঘটনায় পুলিশকে ৭দিন সময় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী জানান, ৭ দিনের মধ্যে পুলিশ তদন্তের কিনারা করতে না পারলে, তদন্তভার সিবিআইকে দেওয়া হবে। যদিও মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের পর মঙ্গলবার কলকাতা হাইকোর্ট চিকিৎসক খুনকাণ্ডের তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেয়। এরপরই বিষয়টি নিয়ে বিজেপির তরফে তোলা হয় প্রশ্ন।

আরও পড়ুন: R.G. Kar Hospital: 'The Night Is Ours', আরজিকরে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় ১৪-য় রাত দখল করবেন মেয়েরা, উঠছে প্রতিবাদের ঢেউ

চিকিৎসক খুনের পর প্রথম ৪৮ ঘণ্টা গুরুত্বপূর্ণ ছিল। ওই সময়ে কেন মুখ্যমন্ত্রী এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিলেন না, তা নিয়ে প্রশ্ন তোলে গেরুয়া শিবির। ঘটনার পরপরই যদি সিবিআইয়ের হাতে তদন্তভার যেত, তাহলে ফল আরও শিগগিরই বের হত বলে মন্তব্য করা হয় বিজেপির তরফে।

এসবের পাশাপাশি পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বলে অভিযোগ করা হয় বিজেপির তরফে।