Precautionary Measures: চোখ রাখুন সংবাদমাধ্যমে, হাতের কাছে রাখবেন মোমবাতি-টর্চলাইট, সরকারের তরফ থেকে চালু হেল্পলাইন নম্বর; দেখে নিন আর কী কী ব্যবস্থা নেবেন?

করোনার মধ্যে নতুন সঙ্কট ঘূর্ণিঝড় আমফান। দুয়ারে দুই বিপদে আপাতত চরম আতঙ্কে বঙ্গবাসী। আগামী তিন-চারদিন পরিস্থিতি ঠিক কতটা ভয়ঙ্কর হতে চলেছে তা কেউ জানে না। ইতিমধ্যে ঝড়ের প্রকোপ থেকে বাঁচাতে দিঘা ও সুন্দরবন উপকূলের বহু মানুষকে সাইক্লোন শেল্টারে পাঠানো হয়েছে। ত্রাণের ব্যবস্থা থেকে শুরু করে এনডিআরএফ বাহিনীর দল সকলেই এলাকায় ঝড়ের প্রস্তুত। বুধবার দুপুর বা বিকেলের পর থেকেই আছড়ে পড়তে পারে 'আমফান'। রাজ্যের সাত জেলায় জারি ভারী বৃষ্টিপাত ও তীব্রই বেগে ঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে।

প্রতীকী ছবি (Photo Credits: AFP)

কলকাতা, ১৯ মে: করোনার মধ্যে নতুন সঙ্কট ঘূর্ণিঝড় আমফান (Cyclone Amphan)। দুয়ারে দুই বিপদে আপাতত চরম আতঙ্কে বঙ্গবাসী। আগামী তিন-চারদিন পরিস্থিতি ঠিক কতটা ভয়ঙ্কর হতে চলেছে তা কেউ জানে না। ইতিমধ্যে ঝড়ের প্রকোপ থেকে বাঁচাতে দিঘা ও সুন্দরবন উপকূলের বহু মানুষকে সাইক্লোন শেল্টারে পাঠানো হয়েছে। ত্রাণের ব্যবস্থা থেকে শুরু করে এনডিআরএফ বাহিনীর দল সকলেই এলাকায় ঝড়ের প্রস্তুত। বুধবার দুপুর বা বিকেলের পর থেকেই আছড়ে পড়তে পারে 'আমফান'। রাজ্যের সাত জেলায় জারি ভারী বৃষ্টিপাত ও তীব্রই বেগে ঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে।

এর মধ্যে সতর্কতা বজায় রাখতে যা যা করা উচিত-