যাদবপুর কাণ্ডে ABVP-র মিছিল আটকাল পুলিশ, তীব্র উত্তেজনার মাঝে রাস্তায় গার্ডওয়ালের সামনে বসেই চলছে অবস্থান
বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। গার্ডওয়ালের (Guard) সামনে বসেই তাই আপাতত অবস্থান শুরু করেছেন ABVP-র সমর্থকরা (ABVP supporters)। তাঁদের দাবি, মিছিল (March) করে গিয়ে তাঁরা ডেপুটেশন (Deputation) জমা দেবেন যাদবপুর থানায় (Jadavpur Police Station)। কেন্দ্রীয় মন্ত্রী (Union Minister) বাবুল সুপ্রিয়কে (Babul supriyo) নিগ্রহ করার ঘটনায় সোমবার প্রতিবাদ মিছিল করছে ABVP। সেই প্রতিবাদ মিছিল ঘিরেই আপাতত ধুন্ধুমার দক্ষিণ কলকাতার (South Kolkata) যোধপুর পার্ক (Jodhpur park)।
কলকাতা, ২৩ সেপ্টেম্বর: যাদবপুর কাণ্ডে ABVP-র আন্দোলন নিয়ে ক্রমশ উত্তেজনা ছড়াচ্ছে। 'বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী।' গার্ডওয়ালের (Guard) সামনে বসেই তাই আপাতত অবস্থান শুরু করেছেন ABVP-র সমর্থকরা (ABVP supporters)। তাঁদের দাবি, মিছিল (March) করে গিয়ে তাঁরা ডেপুটেশন (Deputation) জমা দেবেন যাদবপুর থানায় (Jadavpur Police Station)। কেন্দ্রীয় মন্ত্রী (Union Minister) বাবুল সুপ্রিয়কে (Babul supriyo) নিগ্রহ করার ঘটনায় সোমবার প্রতিবাদ মিছিল করছে ABVP। সেই প্রতিবাদ মিছিল ঘিরেই আপাতত ধুন্ধুমার দক্ষিণ কলকাতার (South Kolkata) যোধপুর পার্ক (Jodhpur park)।
এদিন যাদবপুর অভিযানের ডাক দেয় আরএসএস-এর ছাত্র সংগঠন (RSS's Student Wing) এবিভিপি। তবে ঢাকুরিয়া (Dhakuria) পেরোতেই সেই মিছিল আটকে দেয় পুলিশ (Police)। স্টিলের গার্ডওয়ালে আটকানো হয় মিছিলটিকে। যারপরেই শুরু হয়ে যায় স্নায়ুযুদ্ধ। গার্ডওয়াল ভেঙে বিশ্ববিদ্যালয়ের (University) দিকে এগিয়ে যাবেন এবিভিপি সমর্থকরা। এমন বিশ্বাসেই বদ্ধপরিকর হওয়ার নজির লক্ষ্য করা যায় এদিন তাদের মধ্যে।
অন্যদিকে, মিছিল আটকাতে প্রাণপন চেষ্টা চালায় পুলিশ। র্যাফ, জলকামান, কাঁদানে গ্যাস সহ যাবতীয় কিছু তৈরি থাকলেও এদিন নিজেদের সংযত রাখতেই দেখা যায় পুলিশকে। অপ্রীতিকর পরিস্থিতি (Chaos) এড়াতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান তাঁরা। অন্যকোনও পন্থা অবলম্বন না করে কার্যত স্লোগনেই (Slogan) এদিন তাঁদের আবেদন জানাতে দেখা যায়। অন্যদিকে, কোনও অবস্থাতেই রণে ভঙ্গ দিতে নারাজ গেরুয়া শিবির। তাই এই মুহূর্তে, গার্ডওয়ালের সামনেই বসেই অবস্থান করছেন তাঁরা। মিছিল করে যাদবপুর থানায় গিয়ে ডেপুটেশন জমা দেবেন বলেই বদ্ধপরিকর ABVP সমর্থকেরা। আরও পড়ুন- Babul Supriyo: বাবুল সুপ্রিয়-র বিরুদ্ধে যাদবপুর থানায় FIR
উল্লেখ্য, যাদবপুর থানায় অভিযোগপত্রে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) দাবি করেছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। তাঁকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। গালিগালাজও দিয়েছে বিক্ষোভকারীরা। অগ্নিমিত্রা লিখেছেন, ছিঁড়ে দেওয়া হয় আমার শাড়ি। শারীরিক নিগ্রহ, শ্লীলতাহানি করা হয়েছে। ভিড়কে প্ররোচনা দিয়েছে অনেকেই।
(২৪ ঘণ্টা চ্যানেলের খবর অনুযায়ী)